Advertisment

বায়রনের ডিগবাজি! অধীর বললেন- 'অজুহাত দিও না, তুমি কেনাবেচায় নেমেছ'

দলবদলের কারণ হিসাবে অধীর চৌধুরীকে দুষেছেন খোদ বায়রন।

author-image
IE Bangla Web Desk
New Update
what is adhir chowdhurys reaction on byron biswass tmc joinning , বায়রনের ডিগবাজি! অধীর বললেন- 'অজুহাত দিও না, তুমি কেনাবেচায় নেমেছ'

বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিতেই কী বললেন অধীর?

গত তিন মাসে বায়রন বিশ্বাস হয়ে উঠেছিলেন বাংলায় কংগ্রেস-বাম জোটের মুখ। সেই বায়রনই এদিন ডিগবাজি খেল। কার্যত ধাক্কা খেল কংগ্রেস-বাম জোটের সাগরদিঘি মডেল। দলবদলের কারণ হিসাবে অধীর চৌধুরীকে দুষেছেন খোদ বায়রন। যা নিয়েই সোমবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

Advertisment

কী বললেন অধীর?

কেন কংগ্রেস ছাড়লেন বায়রন? সাগরদিঘির বিধায়কের দাবি, 'কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, আমি বরাবরই তৃণমূলে ছিলাম। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কোনও কথা বলে না। অধীর চৌধুরী বিজেপির খারাপ কাজের প্রতিবাদ না করে তৃণমূলের দোষ খুঁজে বেরোন। তাই তৃণমূলে যোগ দিলাম। '

এরপরই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'তুমি ভাল পরিবারের ছেলে বলে বিশ্বাস করি৷ তোমার সততার উপরে বিশ্বাস করেছিলাম৷ বায়রন বিশ্বাসের মতো লোককে সুযোগ দিয়েছিলাম৷ সুযোগ দেওয়াটা কোনও অপরাধ নয়৷ যাঁরা সুযোগের অপব্যবহার করে, অন্যায়টা তাঁরা করে৷'

অধীরবাবুর সংযোজন, 'দল তোমাকে বায়রন বিশ্বাস করেছে৷ তোমার বাজার দর তৈরি করেছে৷ না হলে তৃণমূল কংগ্রেস আজ তোমার কাছে যেত না৷ তাই একটা কথাই বলব ভাইটি আমার, অজুহাত দিও না। কংগ্রেসকে অকারণে আক্রমণ না করে নিজের ইমানের দিকে তাকাও৷ কংগ্রেস তোমাকে বায়র হওয়ার মঞ্চ দিয়েছে বলেই তুমি আজ কেনা-বেচায় নেমেছ।'

আরও পড়ুন- ফের বিধানসভায় শূন্য হাত, তৃণমূলে যোগ দিলেন বিধায়ক বায়রন বিশ্বাস

আরও পড়ুন- ‘এক বোতামেই ৪ এমপি’, বায়রন ঘরে তুলে বার্তা অভিষেকের

CONGRESS adhir choudhury Bayron Biswas tmc
Advertisment