তৃণমূল ছাত্র পরিষদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মৃতিমেদুর মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে নিজের ছাত্র রাজনীতির জীবন তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো। এদিন নিজের বক্তব্যের শুরুতেই তৃণমূলনেত্রীকে বলতে শোনা যায়, 'যদি আমায় জিজ্ঞাসা করা হয়, আপনার গর্ব কোনটা? আমি বলি ছাত্র রাজনীতির প্রোডাক্ট। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি। ছাত্র রাজনীতি করতে গিয়ে আমি দুধের ডিপোয় কাজ করেছি। আমি যোগমায়াদেবী কলেজে ছাত্র পরিষদের ইউনিটের প্রধান ছিলাম। সেই কাজের সেই টাকাটা পোস্টার, ব্যানারের কাজে লাগিয়েছি।'
মুখ্যমন্ত্রীর দাবি, কলেজ জীবনে তিনি ভোর ৪ টের সময় উঠতেন৷ কারণ ৬.১৫ থেকে কলেজ শুরু হত। ছাত্রজীবনে তাঁর প্রতিপক্ষে ছিল এসইউসিআই-য়ের ছাত্র শাখা ডিএসও। এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'আমাদের সঙ্গে মূল লড়াই ছিল ডিএসও-র। আমাকে ওরা টানার চেষ্টা করেছিল। কিন্তু আমি কী করে যাব? আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ছোট বয়সেই স্বাধীনতার জন্য কাজ করেছিলেন। উনি কংগ্রেস করতেন। বাবার মুখেই নানা গল্প শিনেছি। ফলে আমিও জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হয়ে পড়ি। আমি কংগ্রেস করতাম। এরকম অনেক ঘটনা আমি চোখের সামনে দেখেছি। সিঙ্গুর,নন্দীগ্রাম তো রিসেন্ট হয়েছে।'
কলেজে ছাত্র ভর্তি থেকে, শিক্ষা ক্ষেত্রে নানা দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল। মনে করা হচ্ছে যে, এই পরিস্থিতে দলের ছাত্র শাখার প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ থেকে নিজের ছাত্রজীবনকে নজির হিসাবে তুলে ধরতে চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী।