Advertisment

KMC: শহরজুড়ে বেআইনি বহুতল, বার বার দায় এড়াচ্ছেন মেয়র ফিরহাদ! ফের কী যুক্তি?

Illega High-Rise's In Kolkata: কলকাতার মেয়র যখন দায় ঝাড়তে ব্যস্ত তখন উল্টো সুর তাঁরই ডেপুটি অতীন ঘোষের। ডেপুটি মেয়রের দাবি, 'ভোটকেন্দ্রীর রাজনীতির ফলে প্রশাসনির পদক্ষেপ শ্লথ হয়ে যায়।' অর্থাৎ, পুরসভার দায় নিয়ে ভিন্নমত কলকাতার মেয়র ও ডেপুটি মেয়রের।

author-image
IE Bangla Web Desk
New Update
What is Mayor Firhad Hakims argument about illegal high rises in Kolkata after the Gardenrich case , গার্ডেনরিচ কাণ্ডের পর কলকাতার বেআইনি বহুতল নিয়ে ফের কী যুক্তি মেয়র ফিরহাদ হাকিমের?

Garden Reach Building Collapse: গার্ডেনরিচ এলাকার পাহাড়পুরে একটি বাড়ির উপর আরেকটি বাড়ি হেলে পড়েছে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

FirHad Hakim: গার্ডেনরিচ কাণ্ডের পর কলকাতাজুড়ে অবৈধ নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা। কাউন্সিলরের এতে কোনও ভূমিকা নেই বলে আগেই জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। বদলে বেআইনি বহুতল নির্মাণের দায় পুর আধিকারিকদের ঘাড়েই দিয়েছিলেন মেয়র। সোমবারে পর মঙ্গলবারও নিজের সিদ্ধান্তেই অনড় ফিরহাদ। তবে, এ প্রসঙ্গে মেয়রের উল্টো মত কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের।

Advertisment

গার্ডেনরিচে সোমবার বহুতল ভেঙে ৯ জন নিহত হয়েছেন। আহত বহু। দেখা যাচ্ছে, ওই অঞ্চলে বহু বেআইনি বহুতল রয়েছে। বিপর্যস্ত বাড়ির ৫০০ মিটারের মধ্যে বাড়ির গায়ে আরেকটি বাড়ি হেলে পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। মেয়র ফিরহাদ হাকিমের অবশ্য দাবি, গার্ডেনরিচ এলাকায় বেআইনি নির্মাণ সম্পর্কে কিছুই তাঁর জানা ছিল না। বলেন, 'ওখানে এমন কাজ হচ্ছে, জানতে পারিনি আমি। কেন হচ্ছে, আমি এখনও বুঝতে পারছি না এখনও। আগে বাহানা দেওয়া হতো। তার পরও হচ্ছে।' প্রশ্ন তাহলে কীভাবে এত বহুতল বেআইনিভাবে রাতারাতি উঠছে?

স্থানীয় কাউন্সিলর তো সব জানার কথা, তিনি কেন জানতে পারছেন না? কাউন্সিলরকে ফের আড়ালের চেষ্টা করেন মেয়র। তাঁর যুক্তি, 'বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা।' এরপরই ফিরহাদ হাকিম বলতে থাকেন, 'আর একটি বিল্ডিং যেটি হেলে রয়েছে, সেটিও ভাঙতে হবে। এই মাত্র রিপোর্ট দিলেন ইঞ্জিনিয়াররা। এলাকার মানুষদের সঙ্গে আলোচনায় বসব। তালিকা তৈরি করে নিতে বলেছি আগে।'

আরও পড়ুন- Mamata Banerjee: ব্যান্ডেজ মাথায় মঙ্গলেও বাড়ি থেকে বেরলেন মুখ্যমন্ত্রী মমতা! কোথায় গেলেন?

পুরসভা কী এই বিপর্যয়ের নৈতিক দায় এড়াতে পারে? ফিরহাদ হাকিম বলেন, 'কাউন্সিলর নয়, বেআইনি নির্মাণ দেখার দায়িত্ব নির্মাণ বিভাগের আধিকারিকদের। তাঁরা এই কাজের জন্য বেতন পান। তাঁদের ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। আগে একাধিক বার সতর্ক করেছি। বেআইনি নির্মাণ বন্ধ করতে বলেছি বার বার। রাতারাতি কোনও বিল্ডিং দাঁড়ায় না। ভিত তোলার সময় থেকেই সতর্ক হতে বলি।' মেয়রের দাবি বেআইনি নির্মাণ ভাঙতে তিনি মরিয়া। পরিসংখ্যা তুলে ধরে তিনি বলেন, 'আমি যবে মেয়র হই, তখন থেকে ৮০০-র বেশি এমন বাড়ি ভাঙা হয়েছে। গার্ডেন রিচেই ভাঙা হয়েছে ২৫টির বেশি বাড়ি।'

কলকাতার মেয়র যখন দায় ঝাড়তে ব্যস্ত তখন উল্টো সুর তাঁরই ডেপুটি অতীন ঘোষের। কলকাতার ডেপুটি মেয়র বলেন, 'গার্ডেনরিচে বিপর্যয়ের নৈতিক দায় কলকাতা পুরসভার সকলের। কাউন্সিলর বলছেন দায় ওনার নয়, কিন্তু আমার ওয়ার্ডে এমন ঘটনা ঘটলে তো আমাকে জবাবদিহি করতেই হবে। প্রোমোটারের সঙ্গে কাউন্সিলর সব সময় সঙ্গে থাকলে দায় এড়াতে পারি না।' অতীনবাবুর দাবি, 'ভোটকেন্দ্রীর রাজনীতির ফলে প্রশাসনির পদক্ষেপ শ্লথ হয়ে যায়।' অর্থাৎ, পুরসভার দায় নিয়ে ভিন্নমত কলকাতার মেয়র ও ডেপুটি মেয়রের।

Garden Reach Building Collapse tmc Firhad Hakim Atin Ghosh Kolkata Municipal Corporation
Advertisment