Advertisment

চরম কিছু ঘটার আঁচ সুকন্যার! ED হাজিরায় সময় চেয়ে 'তৈরি' হচ্ছেন কেষ্ট-কন্যাও

এর আগে দিল্লি গেলেও, এবার তলবে রাজধানীতে ইডি হাজিরা এড়িয়েছেন সুকন্যা মণ্ডল।

author-image
IE Bangla Web Desk
New Update
Hearing that Anubrata Mondals health condition is bad daughter Sukanya Mondal cried in the court , শুরু থেকেই দুঃসংবাদ, আদালতেই কেঁদে ভাসালেন অনুব্রত-কন্যা সুকন্যা!

অনুব্রত মণ্ডল ও সুকন্যা মণ্ডল।

এর আগে দিল্লি গেলেও, এবার তলবে রাজধানীতে ইডি হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল। ব্যক্তিগত কিছু কাজ থাকার কথা জানিয়ে হাজিরা দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় চেয়ে নিয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা। তবে বিশেষজ্ঞদের একাংশের ধারণা, আইন বিশারদদের সঙ্গে কথা বলে নিতেই এই সময়টা হাতে নিয়েছেন কেষ্ট-কন্যা।

Advertisment

গরু পাচার মামলার তদন্তে নেমে ক্রমেই কেষ্টর বৃত্ত ছোট করছে ইডি-সিবিআই। দেহরক্ষী সায়গল হোসেনের পর এবার অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও গ্রেফতার করেছে ইডি। এবার পালা কার?

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে আগেই গ্রেফতার করে সিবিআই। পরে গ্রেফতার হয়েছেন তাঁর স্ত্রী-পুত্রও। বিশেষজ্ঞদের মত, স্ত্রী-পুত্রকে গ্রেফতার করায় মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছেন মানিক। একাধিকবার জেরায় মানিকের শরীরী ভাষাতেই সেই উদ্বেগের ছাপ স্পষ্ট হয়েছে। একেবারে কাছের মানুষকে জেলে পচতে দেখলে মানিসকভাবে ভেঙে পড়াটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। আর এই 'সুযোগটা'ই কাজে লাগিয়ে সত্যিটা উগড়ে নিতে মরিয়া চেষ্টা কেন্দ্রীয় সংস্থার।

আরও পড়ুন- আজই বিরাট বদল আবহাওয়ায়! ঝড়-বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, নামতে পারে কালবৈশাখী

অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও কী একই কৌশল নিতে যাচ্ছে ইডি? মাসের পর মাস ধরে কেষ্টকে জেলে রেখে জেরার পর জেরা করেও 'আসল সত্য' এখনও জেনে উঠতে পারেনি ইডি বা সিবিআই। অনুব্রত মণ্ডলের কন্যার নামেও সম্পত্তির পাহাড় মিলেছে। প্রাথমিক স্কুলের শিক্ষিকা পদে চাকরি করে কীভাবে সুকন্যা মণ্ডল বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন, সে প্রশ্নে স্পষ্ট উত্তর এখনও অধরা। এর আগের একাধিকবারের জিজ্ঞাসাবাদেও সেব্যাপারে স্পষ্ট উত্তর দেননি সুকন্যা বা অনুব্রত।

আরও পড়ুন- কলকাতায় ফের মিলল ‘টাকার পাহাড়’, এবার বিরাট মাদক কারবারের পর্দাফাঁস

মোটের উপর গরু পাচার মামলায় মাসের পর মাস ধরে অনুব্রত মণ্ডলকে জেলে আটকে রেখেও এখনও বহু প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি। সেই কারণেই অন্য কৌশল নিচ্ছে ইডি? সম্ভবত সেই কৌশলের আঁচ আগেই পেয়ে এবার তার মোকাবিলায় আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ নিতে পারেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা।

anubrata mondal Cow Smuggling ED tmc
Advertisment