মেয়াদ শেষের আগেই রাজ্যের মসনদ থেকে উৎখাত হবে মমতা সরকার। অমিত শাহ এই দাবি করেছিলেন প্রথম। তারপর শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুররা পর পর এই দাবিতে গুঙ্কার ছেড়ছেন। যা নিয়ে জোর চর্চা বঙ্গ রাজনীতিতে। বুধবার বিজেপি নেতাদের সেই হুঁশিয়ারির জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, 'আগে একটা বালতি উল্টে দেখাক।'
Advertisment
সম্প্রতি বমগাঁর বিজেপি নেতা শান্তনু ঠাকুর বলেছিলেন, 'আমি গ্যারান্টি দিচ্ছি, পাঁচ মাসের মধ্যে এই রাজ্যের সরকার পড়ে যাবে।' এরপর গত রবিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, 'সরকার পাঁচ মাস, ছ’মাস যখন খুশি পড়ে যেতে পারে। সরকার চলে বিধায়কদের সমর্থনে। বিধায়কেরা হঠাৎ মনে করলেন, আমরা সমর্থন করব না! আমরা অন্য কাউকে সমর্থন করব! তখন?' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে ৩৫৫ ধারা কার্যকর করার দাবিতে সরব। গত সোমবার তিনি এ নিয়ে রাজ্যপালের পদক্ষেপ করা উচিত বলেও মন্তব্য করেন।
এসবের জবাব বুধবার দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি এসএসকেএমে চিকিৎসাধীন নন্দীগ্রামের আহত তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন। সেখানেই সরকার পতন সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, 'আগে একটা বালতি উল্টে দেখাক, তার পর সরকার উল্টোনোর কথা বলবে। খেয়েদেয়ে কাজ নেই। তোমাদের সরকার ইতিমধ্যেই উল্টে গিয়েছে। কাল থেকে তো সব ভয়ে থরথর করে কাঁপছো।'