Advertisment

পঞ্চায়েতের মনোনয়নে হিংসা: শেষমেষ মুখ খুললেন অভিষেক, তৃণমূলকে কী বার্তা?

আদৌ কাজ হবে?

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjees on Dhupaguri division before by-election , ৩১ ডিসেম্বরের মধ্যেই ধুপগুড়ি মহকুমা হবে উপনির্বাচনের আগে প্রতিশ্রুতি অভিষেক ব্যানার্জীর

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েতের মনোনয়নকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জেলায় হিংসার ঘটনা ঘটেছে। খড়গ্রামে প্রাণ গিয়েছে এক কংগ্রেস কর্মীর। ডোমকলে তৃণমূল নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল। বীরভূম থেকে বাঁকুড়া সর্বত্র ২০১৮ সালের 'সন্ত্রাসে'র যেন প্রতিফলন। প্রতিটি ক্ষেত্রেই কাঠগড়ায় শাসক দল তৃণমূল। অথচ নবজোয়ার কর্মসূচি থেকে প্রায় নিয়ম করেই পঞ্চায়েত ভোটে গত দু'বারের ভুল শুধরে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের বিরোধীদের উপর দোরজবরদস্তি করতে নিষেধ করেছিলেন। কিন্তু, বাস্তবে একেবারে অন্য ছবি। মনোনয়ন ঘিরেই প্রবল অশান্তি ভোটের সময় ভয়াবহ অবস্থার আশঙ্কা করা হচ্ছে। তাহলে কী সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশ দলের কর্মীদের কাছে পৌঁছচ্ছে না? এই প্রশ্নই গত দু'দিনে বারে বারে উঠেছে। এই প্রেক্ষাপটে শনিবার পঞ্চায়েত ভোট হিংসা নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

নদিয়ার ক্যাম্প থেকে এদিন তৃণমূলের 'সেকেন্ড-ইন-কমান্ড' দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'মনোনয়ন ঘিরে কেউ কোনও রকম প্ররোচনায় পা দেবেন না। কোনও রকম অশান্তিতেও জড়াবেন না। ঝামেলায় জড়াবেন না। অশান্তিতে জড়ানোর প্রয়োজন নেই।'

আরও পড়ুন- বেড়ে খেলেও ঢোক গিলল কমিশন, শেষমেষ পঞ্চায়েত ভোট ঘোষণার পর বড় সিদ্ধান্ত

বিরোধীদের অভিযোগ রাজ্য নির্বাচন কমিশন থেকে পুলিশ- সকলেই তৃণমূলের তল্পিবাহক হয়ে কাজ করছেন। সেই অভিযোগ খণ্ডে শাসক দল ও প্রশাসন যে পৃথক তা বোঝানোর চেষ্টা করেছেন অভিষেক। তিনি বলেছেন, 'প্রশাসনকেও বলা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।'

ভোটমুখী গণতন্ত্রের প্রতি তৃমূলের দায়বদ্ধতা প্রমাণে বিগত দিনের কথাই আওড়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর স্পষ্ট ঘোষণা, 'কেউ মনোনয়ন জমা দিতে না পারলে আমাদের জানান।'

আরও পড়ুন- ‘অন্য প্রতীকে জিতলেও সেই বায়রন’, পঞ্চায়েতের আগেই দলবদল নিয়ে বিরাট ইঙ্গিত তৃণমূলের

এতদিন হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শনিবাসরীয় বার্তায় কী তৃণমূলের কেষ্ট-বিষ্টুরা খান্ত হবেন? বিরোধী শিবিরের নেতৃত্বের মতে, এই নির্দেশ আসলে বিরোধীদের টুটি আরও টিপে ধরার ইঙ্গিত!

panchayat election 2023 abhishek banerjee Violence bengal panchayat election 2023 tmc
Advertisment