Advertisment

Ram Navami: দেবের মুখে 'জয় শ্রীরাম', বিজেপিকে ঠেকাতে রাম নবমীতে দিনভর কী করলেন তৃণমূল প্রার্থীরা?

TMC: দেবের গলায় শোনা গেল 'জয় শ্রীরাম' স্লোগান। বিরোধী দলনেতার দাবি, 'তৃণমূল নেতা, প্রার্থীরা যা করছেন সেটা ভয়ে করছেন, ভক্তিতে নয়।'

author-image
IE Bangla Web Desk
New Update
What TMC candidates including Abhishek Banerjee did on Ram Navami to stop BJP before Lok Sabha Polls 2024, দেবের মুখে জয় শ্রীরাম বিজেপিকে ঠেকাতে রাম নবমীতে দিনভর কী করলেন তৃণমূল প্রার্থীরা?

Lok Sabha Election 2024: তৃণমূলের হাতিয়ারও সেই রাম!

How TMC Candidates Celebrated Ram Navami: লোকসভা ভোটের আগে সাড়ম্বরে রাম নবমী পালনে ব্যস্ত বিজেপি। যাকে কটাক্ষ করছে রাজ্যের শাসক শিবির। কিন্তু, ভোট আবহে গেরুয়া বাহিনীকে রুখতে সেই রামেই আস্থা তৃণমূল প্রার্থীদের! কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাম নবমীর শোভাযাত্রা বের হল তৃণমূল প্রার্থীদের উদ্যোগে। তৃণমূলের দাবি, গেরুয়া শিবির রামকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে। আর তাদের ক্ষেত্রে রাম পুজো আসলে ভক্তির নিদর্শন। প্রার্থীদের উদ্যোগে শোভাযাত্রাগুলিকেও তাই শাসক দল ধর্মীয় কর্মসূচি বলে দাবি করছে।

Advertisment

বুধবার হাওড়ায় সাড়ম্বরে পালিত হয় রাম নমবী। শোভাযাত্রায় আগাগোড়া ছিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। ছিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও। হুড খোলা জিপে চড়ে এই শোভাযাত্রার মাধ্যমেই ভোটের মুখে জনসংযোগ সারেন এই প্রাক্তন ফুটবলার।

মেদিনীপুর শহরে তৃণমূলের উদ্যোগে পালিত হয় দু’টি রাম নবমীর শোভাযাত্রা। হাজির ছিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।

আরও পড়ুন- Dilip Ghosh: শেষ জীবনে মমতার গন্তব্য কোথায়? রাম নবমীর দিন বড় ভবিষ্যদ্বাণী দিলীপের!

ঘাটালেও তৃণমূল প্রার্থী দেব এবং জেলা সভাপতি অজিত মাইতি রাম নবমীর শোভাযাত্রায় পা মেলান। 'জয় শ্রীরাম' স্লোগানও দিতে শোনা যায় এই তারকা প্রার্থীকে। সাংসদের প্রশ্ন, 'ইফতারে উপস্থিত থাকতে পারলে রামের পুজোয় কী অসুবিধা?' পাল্টা বিরোধী দলনেতার দাবি, 'তৃণমূল নেতা, প্রার্থীরা যা করছেন সেটা ভয়ে করছেন, ভক্তিতে নয়।'

খড়গপুর জুড়ে সাড়ম্বরে রাম নবমী উদযাপিত হয়। জানা গিয়েছে, শাসক দলের নেতাদের উদ্যোগে খড়গপুরে বারোটি রাম নবমীর মিছিলের আয়োজন হয়েছিল।

এ দিন বিকেলে ব্যারাকপুরে রামনবমীর মিছিলে উপস্থিত থাকার কথা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের।

বীরভূম লোকসভার সিউড়িতে রাম পুজোর মিছিলে পা মেলান প্রার্থী শতাব্দী রায়।

এ দিকে রাম নবমীর দিন বড় কাঁছারীর মন্দিরে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Partha Bhowmick abhishek banerjee Dev satabdi roy Ram Navami tmc Prasun Banerjee loksabha election 2024 Mamata Banerjee
Advertisment