Advertisment

বহুতলের আগুন নেভাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ, আতঙ্ক তুঙ্গে

আবাসনের এক আবাসিকের ঘরে এসি শর্ট সার্কিট হয়েই আগুন লেগে যায় বলে প্রাথমিক তদন্তের পর অনুমান দমকলের।

author-image
IE Bangla Web Desk
New Update
New Town Fire

হেমন্তের শীত আর রোদের মাখামাখির আমেজ ভেস্তে দিল আগুনের আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে কলকাতার উপকণ্ঠে নিউটাউনের এক বহুতলে আগুন লাগে। বছর ২০ পুরোনা বলাকা আবাসন। সেই আবাসনেই আগুন লেগে যায়। তবে, ঘটনায় কেউ হতাহত হননি। আবাসনের বাসিন্দাদের নিরাপদেই উদ্ধার করা সম্ভব হয়েছে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisment

দমকল সূত্রে খবর, দুপুর ২টো নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর গিয়েছিল। ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা দেখতে পান, ধোঁয়া ক্রমশ বাড়ছে। আশপাশের লোকজন ওই বহুতলের সামনে জড় হয়েছে। স্থানীয় বাসিন্দারা অবশ্য দমকলের বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, দমকলের যন্ত্রপাতি ঠিকমতো কাজ না-করায় আগুন নেভাতে দেরি হয়েছে।

এরমধ্যেই দোতলা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। পাশাপাশি, আবাসনের উদ্বিগ্ন বাসিন্দাদেরও বেরিয়ে আসতে দেখা গিয়েছে। কয়েকজন আবাসিক, আবার ধোঁয়ার জেরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে শুরু করেন বলেই অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান, আবাসনের এক আবাসিকের ঘরে এসি শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায়।

আরও পড়ুন- পদত্যাগের পর ‘গোদী মিডিয়া’র বিরুদ্ধে বার্তা রবীশ কুমারের, দেশবাসীকে পাশে থাকতে আহ্বান

ওই আবাসনে বেশ কয়েকটি পরিবার থাকে। তারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে। তার ফলে আগুন আরও ছড়ালে পরিস্থিতি ভয়াবহ হতে পারত বলেই আবাসিকরা আশঙ্কা প্রকাশ করেছেন। আবাসিকদের একাংশ আবার আবাসনের পরিচালকমণ্ডলীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁদের অভিযোগ, পরিচালকমণ্ডলীর উদাসীনতায় আবাসিকরা বসবাসের উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত। এর ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীরা নিশ্চিত, ওই আবাসনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো কাজ করেনি। তার ফলেই আগুন ছড়িয়ে পড়েছিল। এর আগে শহর কলকাতার বিভিন্ন আবাসন ও বাণিজ্যিক কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্পর্কে বারবার অভিযোগ উঠেছে। এবার সেই একই অভিযোগে আঙুল উঠল নিউটাউনের এই আবাসনের দিকেও।

New Town fire Fire Brigade
Advertisment