দুই ফোঁটা জল দিলেই মুহূর্তের মধ্যে জ্বলে উঠছে ইলেকট্রনিক্স প্রদীপ। হুবহু মাটির প্রদীপের মতো দেখতে এই ইলেকট্রনিক্সের প্রদীপ এবার দীপাবলির বাজার কাঁপাচ্ছে। দোকানে এসে ক্রেতারা এমন আশ্চর্য প্রদীপ দেখে অবাক হয়ে যাচ্ছেন। ৩০ থেকে ৫০ টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে এই ইলেকট্রনিক্স প্রদীপ। ক্রেতাদের সামনেই প্রদীপের মধ্যে দুই ফোঁটা জল দিয়ে আলো জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছেন বিক্রেতা। আর দীপাবলির আগে এই প্রদীপ কিনতে এখন মালদার বিভিন্ন বাজারে উপচে পড়েছে ভীড়।
ক্রেতা ও বিক্রেতাদের বক্তব্য, তাঁরের টুনি বাল্ব জালানোর যে ঝামেলা, তা এই ইলেকট্রনিক্স প্রদীপে নেই। জোরে বাতাস হলেও এই প্রদীপ নেভার কোনও সম্ভাবনা নেই। অথচ তেলের বদলে দুই ফোঁটা জল দিলেই দীর্ঘক্ষণ জলে থাকছে ইলেকট্রনিক্স প্রদীপ। আলোর তীব্রতা এতটাই ভালো যে জ্বলজ্বল করে উঠছে। একদম মাটির-রং এর মতোই দেখতে প্রদীপগুলি দাম অবশ্য একেক জন বিক্রেতারা এক এক রকম চাইছেন. আর এনিয়ে অবশ্য ক্রেতাদের মধ্যে সামান্য হলেও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, মালদার ইংরেজবাজার শহরের রবীন্দ্র এভিনিউ , রথবাড়ি, গৌররোড, স্টেশন রোড, রাজমহল রোড সহ একাধিক এলাকায় ইলেকট্রনিক্সের দোকানেই বিভিন্ন আলোকবাতির পাশাপাশি এই ধরনের আশ্চর্য প্রদীপ বিক্রির শুরু হয়েছে। দোকানে ক্রেতারা আসলেই তাদের সামনেই দু'ফোঁটা জল দিয়েই প্রদীপ জ্বালিয়ে সকলকে অবাক করে দিচ্ছেন দোকানীরা। সেই মুহূর্তে তারা টুনি বাল্ব কেনার পাশাপাশি এই প্রদীপ কেনার দিকেও ঝুঁকে পড়ছেন। একেবারেই নির্ঝঞ্ঝাট এই প্রদীপের এবার চাহিদা এতটাই যে, দীপাবলির মরশুমে ভাল মুনাফার আশা করছেন বিক্রেতারা।
আরও পড়ুন- থিমের জাঁকজমকে নয়, নিজ মাহাত্ম্যে আজও অদ্বিতীয় কলকাতার এই কালী মন্দিরগুলি
তবে কোনও যাদু নয়, এই প্রজীপের নেপথ্যে রয়েছে বিজ্ঞান। ইলেকট্রনিক্স বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে ধরণের লাইট এই প্রদীপে ব্যবহার করা হচ্ছে, তা সম্পূর্ণ প্লাস্টিকের এবং এই প্রদীপের মধ্যে দুটো ট্যাবলেট ব্যাটারি যুক্ত রয়েছে। যার আর্থিং কানেক্টর ব্যাটারি সঙ্গে লাইটের মধ্যে যুক্ত রয়েছে। ফলে জল পড়লেই সেই প্রদীপের আলো জ্বলে উঠছে। এতে কোনোও কারেন্ট হওয়ার সম্ভাবনা নেই। হুবহু মাটির মতো দেখতেই প্রদীপের দিকেই বেশি মানুষ কেনার আগ্রহ দেখাচ্ছেন।
ইংরেজবাজার শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটের ইলেকট্রনিক্স প্রদীপ বিক্রেতা দেবু সাহা বলেন, 'প্রতিবছরই দীপাবলির মরশুমে হরেক রকমের লাইট আমরা বেচাকেনা করে থাকি। টুনি বাল্বের কদর প্রতিবছরি থাকে। কিন্তু এবছর এই ইলেকট্রনিক্স প্রদীপের চাহিদা ক্রেতাদের মধ্যে দারুনভাবে দেখা দিয়েছে। ৩০ থেকে ৫০ টাকায় সাইজ অনুপাতে এই ইলেকট্রনিক্স প্রদীপ বিক্রি হচ্ছে। আবার কোথাও ১০০ থেকে দেড়শ টাকারও প্রদীপ রয়েছে। এবারে লাভের মাত্রাটা ভালোই হবে বলে ধারণা বিক্রেতাদের।'
মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, 'গত দু'বছর করোনার সংক্রমণের পর ধীরে ধীরে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছেন। বিভিন্ন ধরনের আলোকসজ্জা বিক্রি করে এখন তারা স্বনির্ভর হচ্ছেন। তবে এবারের বাজারে এই ধরনের ইলেকট্রনিক্স প্রদীপের চাহিদা খুব ভালো রয়েছে বলে শুনেছি। তাতে যেমন ক্রেতাদের সুবিধা হচ্ছে। ঠিক বিক্রেতারাও লাভ করুক এটাই আশা করছি।'