Bengal Weather Update: ভরা বর্ষাতেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা। শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে উঠেছে। বৃহস্পতিবারও দিনভর এমনই অস্বস্তি বহাল থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্র। ছিটেফোঁটা বৃষ্টি হলেও অস্বস্তি এতটুকু কমবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফের একবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অসহ্য গরমে অস্বস্তি বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তির পরিবেশ বহাল থাকবে। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। হালকা বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও খানিকটা বেড়ে যেতে পারে। তবে আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল চোখে পড়তে পারে।
আরও পড়ুন- বেআইনি নির্মাণের প্রতিবাদ: মা-মেয়েকে কান ধরে ওঠবোস, প্রশ্ন শুনেই পালালেন তৃণমূল কাউন্সিলর
শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী রবিবার উপকূলের জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার থেকে পরের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ও কাল উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।