Advertisment

পঞ্চায়েত ভোটের ঘোষণা কবে? কীভাবে হবে নির্বাচন? ভরা মঞ্চে জানালেন শুভেন্দু

প্রশাসনের অন্দরে শুভেন্দুর লোক! কী বোঝালেন বিরোধী দলনেতা?

author-image
IE Bangla Web Desk
New Update
da case has been delayed several times in the supreme court for back game says suvendu adhikari , ডিএ মামলা পিছনোও 'পিছনের খেলা', শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যে বড় প্রশ্ন

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা কবে হবে? কত পর্যায়ে কীভাবে হবে ভোট? সোমবার ঠাকুরনগরের দলীয় সভা থেকে তা জানিয়ে দিলেন বিরোধী দলনেতা।

Advertisment

হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর আবেদন আমল পায়নি। ফলে আইনিভাবে বাংলায় পঞ্চায়েত ভোটের দিন ঘোষণায় কোনও বাধা নেই। এই প্রক্ষাপটে বিরোধী দলনেতা এদিন বলেছেন, 'পঞ্চায়েত ভোট ঘোষণা করবে ২রা মে। সব খবর থাকে আমার কাছে। একটা পর্যায়ে ভোট হবে। পুলিশ দিয়ে একটা পর্যায়ে ভোট করাতে যাতে রক্তগঙ্গা বয়ে যায় বাংলায়। যাতে শত শত মানুষ মারা যান তাই এই ব্যবস্থা করছেন অত্য়াচারী, অহংকারী পিসির একমাত্র ভাইপো।'

২০১১ সালে তফসিলি জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অণগ্রসর শ্রেণির গণনা হয়নি। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। পালটা কমিশনের বক্তব্য ছিল, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এই গণনা করছেন। শুভেন্দু সেই প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু আদালত জানিয়ে দেয়, নির্বাচন সংক্রান্ত বিষয়ে হাই কোর্ট কোনও হস্তক্ষেপ আপাতত করবে না। এ বিষয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন- ‘শ্মশান আবার কেউ ভালবাসে নাকি?’ ঝাঁঝাঁল প্রশ্ন মমতার!

পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের রায়-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন চেয়েছিলেন তিনি। কিন্তু সেই মামলাতেও হস্তক্ষেপ করতে রাজি হয়নি শীর্ষ আদালত। সেখানেও তাঁর আবেদন খারিজ হয়। ফলে আইনিভাবে বাংলায় পঞ্চায়েত ভোটের দিন ঘোষণায় আর কোনও জট নেই।

জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে এদিন ভার্চুয়াল বৈঠক করেন তদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকে তাঁর বার্তা, '২০১৮-র জন্য খারাপ ফল হয়েছিল ২০১৯-এর লোকসভায়। ২০২৩-এ ২০১৮-র পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি চলবে না।' অর্থাৎ শান্তিতে পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছেন অভিষেক।

panchayat vote Suvendu Adhikari Suvendu Adhikari opposition leader
Advertisment