Advertisment

Saayoni Ghosh: 'কাছে এসো মা গো', মহিলা আসতেই সায়নীর ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা!

Lok Sabha Election 2024: তবে হাসি মুখেই সব সামলেচ্ছেন তৃণমূল নেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
While Lok Sabha polls campaigning in Baruipur Saayani Ghosh had to hear complaints about lack of women , বারুইপুরে প্রচারে গিয়ে মহিলাদের অভাব অভিযোগের কথা শুনতে হল সায়নী ঘোষকে

TMC: প্রচারে সায়নী ঘোষ।

Jadavpur Lok Sabha Constituency: রোদ মাথায় নিয়েই যাদবপুর লোকসভার অন্তর্গত বারুইপুরে শনিবার দুপুরে প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সায়নীকে দেখতে রাস্তার পাশের বহু মানুষ জড়ো হন। লাল জিপ থেকেই হাত মেলাচ্ছেন সকলের সঙ্গে। কাছে ডাকছেন গ্রামবাসীদের। শুনছেন অভাব অভিযোগের কথা। বলছেন, 'কাছে এসো মা…।' এই ভালোবাসার ডাকই যে বিড়ম্বরার কারণ হবে তা হয়তো তখন ঠাওর করতে পারেননি তৃণমূলের এই তারকা প্রার্থী।

Advertisment

বারুইপুর পূর্ব বিধানসভার বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েত এলাকার দমদমা মাছপুকুর, ঘাটকান্দায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সেখানেই প্রার্থীর ডাকে সুফিয়া বিবি নামে এক গ্রামবাসী এগিয়ে যান। তারপরই সেই মহিলা বলতে থাকেন, 'আমাদের কল দেয়নি। সবাইকে দুটো করে কল দিয়েছে। আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিই না? ওরা কেন দু'টো কল পেল?'

আরও পড়ুন- Rachana Banerjee: কটাক্ষে জর্জরিত, তাও ‘গরুর রচনা’র ব্যাখ্যা দিতে ডরাচ্ছেন না রচনা!

এই না পাওয়ার অভিযোগ হাসি মুখেই সামলেচ্ছেন তৃণমূল নেত্রী। বললেন, 'ওদের সমস্যা হলে বলবেন। ৯০ জন যদি ভাল কথা বলেন সেটা দেখাবেন না। একজন যদি বলেন জল পাচ্ছি না তখনই বাল হয় বিক্ষোভ করছেন।'

tmc Sayani Ghosh Jadavpur Lok Sabha Constituency 2024
Advertisment