Cabinet Ministers Modi Govt 3.0: তৃতীয়বারের জন্য আজ প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র দামোদরদাস মোদী। তাঁর সঙ্গেই শপথ নেবে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাংলা থেকে শিকে ছিঁড়ছে কাদের ভাগ্যে?
গতবারের মোদী মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে ছিলেন বিজেপির দুই সাংসদ। বাঁকুড়ার আগেরবারের সংসদ সুভাষ সরকার এবং বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর গতবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন। সুভাষ সরকার এবারের লোকসভা নির্বাচনে জিততে পারেননি। তবে ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর ফের জিতেছেন বনগাঁ থেকে।
সূত্র মারফত জানা গিয়েছে, আজ সকালেই ফোন গিয়েছে শান্তনুর কাছে। গতবার মন্ত্রী ছিলেন, এবারেও শান্তনুকে মন্ত্রিসভায় রাখতে চলেছেন মোদী-শাহরা। সম্ভবত মোদীর নেতৃত্বে তৃতীয় বারের জন্য কেন্দ্রে বিজেপির সরকার আসার পর এই ফার্স্ট ল্যাপে শান্তনু ছাড়া বঙ্গ বিজেপির আর কোনও সাংসদকেই কেন্দ্রের মন্ত্রী করছেন না মোদী-শাহরা।
আরও পড়ুন- Kolkata Weather Today: অসহ্যকর চরম গরমে নাভিশ্বাস! দক্ষিণবঙ্গে আর কবে ঢুকবে বর্ষা? রইল লেটেস্ট আপডেট
২০১৪, ২০১৯ সালের পর ২০২৪-এর নির্বাচনেও জয়ী হয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। নির্বাচনে জয়ের পর তিনি খোলাখুলি জানিয়েছিলেন, মোদী মন্ত্রিসভার সদস্য হতে আগ্রহী তিনি। মন্ত্রিত্ব না পেলে তার খারাপ লাগবে বলেও প্রকাশ্যে তিনি জানিয়েছিলেন। এখনও পর্যন্ত যা খবর, তাতে সৌমিত্র খাঁয়ের মন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মাঝে জল্পনা চলছিল সুকান্ত মজুমদারকে নিয়েও। রাজ্য বিজেপির সভাপতি সুকান্তকেও সম্ভবত মন্ত্রিসভায় ঠাঁয় দেওয়া হচ্ছে না এবারেও।
আরও পড়ুন- Election Results 2024: সঠিক সময়ের জন্য চলবে অপেক্ষা! আপাতত বিরোধী আসনে বসার সিদ্ধান্তে সিলমোহর ‘ইন্ডিয়া’র
অন্যদিকে জানা গিয়েছে, টিডিপি থেকে মন্ত্রী হচ্ছেন রামমোহন নাইডু। এলজেপির চিরাগ পাসওয়ানকেও সম্ভবত মন্ত্রী করা হচ্ছে। ফের একবার মোদী মন্ত্রিসভার সদস্য হচ্ছেন পীযূষ গোল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারাও।