Advertisment

নিয়োগ দুর্নীতির তদন্তে SIT-র মাথা কে? চূড়ান্ত হল নাম

কী বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

author-image
IE Bangla Web Desk
New Update
Who is head of SIT in SSC recruitment corruption investigation

অসমে কর্মরত হওয়ায় বাংলার এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের দায়িত্ব নিতে পারেননি সংস্থার আইজি অখিলেশ সিং। তাঁর বদলে সিট-এর প্রধান করা হল অশ্বিন শেনভি fকে। বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে চণ্ডীগড়ে কাজ করছেন তিনি। আগামী সাতদিনের মধ্যে তাঁকে দায়িত্ব নিতে বলা হয়েছে।

Advertisment

অখিলেশ সিংয়ের নাম নিয়োগ দুর্নীতির তদন্তে গঠিত সিটের প্রধান হিসাবে গত পরশুই ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু, তার ২৪ ঘন্টার মধ্যেই সিবিআই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানায়, অসমে পোস্টিং থাকায় অখিলেশ সিং বাংলার তদন্তের দায়িত্ব নিতে পারবেন না।

এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকে সিট প্রধান হওয়ার যোগ্য তিনজন ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নাম আদালতকে দেওয়ার নির্দেশ দেন। শুক্রবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আদালতে তিনজন আধিকারিকের নাম দেয়। এঁরা হলেন- কলকাতায় কর্মরত সুধাংশু খারে, রাঁচিতে কর্মরত মাইকেল রাজ ও চণ্ডীগড়ে কর্মরত অশ্বিন শেনভি-র নাম সুপারিশ করেন।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন সিবিআইয়ের আরেক আধিকারিক পঙ্কজ শ্রীবাস্তবের ব্যাপারে খোঁজ নেন। তাঁকে সিট প্রধান করা যায় কিনা তা জানতে চান। জবাবে সিবিআই জানায়, বর্তমানে পঙ্কজ শ্রীবাস্তব গাজিয়াবাদে সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রের আইজি পদে কর্মরত। এছাড়া তিনি সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা।

এরপর বিচারপতি বলেন, 'সিট-এর মাথা হিসাবে এমন একজনকে প্রয়োজন যাঁর এ রাজ্যের ভৌগলিক অবস্থান সমন্ধে জ্ঞান রয়েছে।' পঙ্কজ শ্রীবাস্তবকে ফেরানো যায় কিনা তা নিশ্চিৎ করতে সিবিআইকে ১৫ মিনিট সময়ও দেওয়া হয়। কিন্তু সিবিআই জানায় তা অসম্ভব।

শেষ পর্যন্ত অশ্বিন শেনভিকে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের মাথা করা হয়।

cbi Calcutta High Court WB SSC Scam Abhijit Ganguly
Advertisment