Advertisment

'সব পুরসভায় কেন একদিনে ভোট নয়?' নির্বাচন কমিশনারকে প্রশ্ন ক্ষুব্ধ রাজ্যপালের

রাজ্যের শতাধিক পুরভায় নির্বাচন বাকি রয়েছে। আগামী ১৯ ডিসেম্বর শুধুমাত্র কলকাতা পুরসভাতেই নির্বাচন হতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp spokesperson scoffed bengal governor dhankhar for tweeting about Hanskhali

রাজ্যপাল জগদীপ ধনকড়।

'রাজ্যের সব পুরসভার ভোট কেন একসঙ্গে করা যাচ্ছে না?' রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে জানতে চাইলেন জগদীপ ধনকড়। রাজ্যের সব পুরসভায় একইসঙ্গে ভোট চেয়েছিলেন রাজ্যপাল। এই একই দাবি রাজ্য বিজেপিরও। যদিও নির্বাচন কমিশন শুধুমাত্র কলকাতা পুরভোটের দিনক্ষণই ঘোষণা করেছে।

Advertisment

গতকালই রাজ্য নির্বাচন কমিশনর সৌরভ দাসকে রাজভবনে তলব করেছিলন জগদীপ ধনকড়। আজ সকালে নির্বাচন কমিশনারকে রাজভবনে আসতে বলেছিলেন তিনি। সেই মতো এদিন নির্ধারিত সময়ে রাজভবনে পৌঁছে গিয়েছিলেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। পুরভোট নিয়ে এদিন তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা চলে ধনকড়ের।

জানা গিয়েছে, সেই বৈঠকে শুধুমাত্র কলকাতায় পুরভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। তিনি নির্বাচন কমিশনারকে বলেন, 'রাজ্যের সব পুরসভার ভোট কেন একসঙ্গে করা যাচ্ছে না?।' একইসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারকে সতর্ক করে রাজ্যপাল এদিন আরও বলেছেন, 'সংবিধানের বাইরে গিয়ে কোনও কাজ করবেন না'।

আরও পড়ুন- পড়শি রাজ্যে পাপড়ি মেলেনি জোড়া-ফুল, দলীয় কাটা-ছেঁড়ায় প্রকট চাঞ্চল্যকর কারণ

উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় নির্বাচন। নির্বাচনী প্রচার তুঙ্গে। কমিশনও জোরদার তৎপরতা নিয়ে কলকাতা পুরভোট পরিচালনায় তৈরি। বেছে-বেছে শুধু কলকাতা পুরসভাতেই নির্বাচন করানো নিয়ে শুরু থেকেই তাঁর ক্ষোভের কথা জানিয়ে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের সব পুরসভায় একসঙ্গে নির্বাচন চেয়েছিলেন ধনকড়। যদিও কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত কলকাতাতেই পুরভোট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

রাজ্য বিজেপিও শুধুমাত্র কলকাতা পুরসভাতেই ভোট করানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। বিজেপির দাবি, ২০১৮ সাল থেকে পুরভোট আটকে রেখে অনৈতিক কাজ করা হচ্ছে। শতাধিক পুরসভার ভোটও কলকাতার সঙ্গেই করানোর দাবি বিজেপি নেতৃত্বের। রাজ্য নির্বাচন কমিশনে গিয়েও সেই দাবি জানিয়েছেন বিজেপি নেতারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Jagdeep Dhankhar Bengal Governor Jagdeep Dhankar Municipal Election
Advertisment