Advertisment

Kolkata Junior Doctor rape-murder: আরজি কর-এ চিকিৎসক হত্যাকাণ্ডে বিরাট অস্ত্র সিবিআইয়ের হাতে, পলিগ্রাফ টেস্টেই বাজিমাত?

Doctor rape-murder: আরুষি হত্যা মামলাতেও এভাবেই মনস্তাত্ত্বিক বিশ্লেষণে জোর দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Medical College, CISF, Supreme Court

CISF in RG Kar College: হাসপাতালের ২৬টি পয়েন্টকে চিহ্নিত করে ২ কোম্পানি সিআইএসএফ (CISF) জওয়ান মোতায়েন করা হয়েছে। (এক্সপ্রেস ফটো- পার্থ পাল)

Why is CBI psychologically assessing the accused: শুক্রবারই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ আরও কয়েকজন অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি পেয়েছে সিবিআই। কলকাতার জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণে জোর দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেই ঘটনার সময় অভিযুক্তদের মানসিক পরিস্থিতি বিশ্লেষণ করতে চান গোয়েন্দারা।

Advertisment

এই ঘটনা ভিন্নরকম

কেন্দ্রীয় এজেন্সি সচরাচর অভিযুক্তদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের রাস্তায় হাঁটে না। কিন্তু, এই ক্ষেত্রে বারবার হাঁটছে। কারণ, নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট দেখেই তদন্তকারীরা এমন সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁরা মনে করছেন, নির্যাতিতার ওপর অভিযুক্ত বা অভিযুক্তদের চরম আক্রোশ ছিল। আর, সেই কারণেই অভিযুক্তদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ওপর জোর দিচ্ছেন তদন্তকারীরা। সিবিআইয়ের থেকে এমনটাই জানতে পেরেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

মনস্তত্ত্ব বিশ্লেষণে কী পাবেন তদন্তকারীরা?

এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তদন্তকারীরা অভিযুক্তের চরিত্রের মূল্যায়ন করতে পারবেন। সেই সূত্র ধরে তদন্ত চালিয়ে অভিযুক্তদের আইনের আদালতে উপস্থাপন করতে পারবেন। শুধু তাই নয়, ভবিষ্যতেও গুরুতর অপরাধ রুখতে অপরাধীদের মানসিকতা বুঝতেও এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তদন্তকারীদের সাহায্য করবে। এমনটাই কেন্দ্রীয় তদন্তকারীদের ধারণা।

কেন সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট-এ জোর?

অভিযুক্ত সঞ্জয় রাইয়ের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তদন্তকারীদেরকে অভিযুক্তের হিংসাত্মক আচরণের কারণ বুঝতে সাহায্য করবে। সিবিআই এই বিশ্লেষণ করে যে উত্তরগুলো জানতে চাইছে, অভিযুক্ত আদৌ এই অপরাধে জড়িত কি না? সে যদি জড়িত থাকে, তবে ঘটনাটি পরিকল্পনামাফিক ঘটিয়েছিল কি না? সে একাই অপরাধ করেছিল, নাকি তার সঙ্গে আরও অভিযুক্ত এই দুষ্কর্মে জড়িত ছিল?

কারা করবেন পলিগ্রাফ টেস্ট?

দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল)-এর মনস্তাত্ত্বিক এবং আচরণগত বিশেষজ্ঞদের নেতৃত্বাধীন একটি দল এই পলিগ্রাফ টেস্ট করবে। এই সিএফএসএল দলটি কয়েকদিন আগেই কলকাতায় এসে পৌঁছেছে। তারা অপরাধস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছেন। সিবিআই সূত্রে খবর, 'সিএফএসএল এবং দিল্লির এইমসের একটি যৌথ দল ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহের দায়িত্বে রয়েছে। আমরা ইতিমধ্যে এই মামলায় যথেষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করেছি।'

কখন সিবিআই পলিগ্রাফ টেস্ট করে?

এক প্রাক্তন সিবিআই আধিকারিক বলেছেন, 'যখন অভিযুক্ত তদন্তকারীদের যথেষ্ট তথ্য দেয় না অথবা তদন্তকারীরা মনে করছেন, তাঁরা অভিযুক্তের থেকে চেয়েও যথেষ্ট তথ্য পাচ্ছেন না, তখনই পলিগ্রাফ টেস্টের প্রয়োজন হয়ে পড়ে। তদন্তকারীরা যখন মনে করেন, অভিযুক্ত আরও কিছু গোপন করে যাচ্ছে, তখন তা বের করে আনতে দরকার হয় এই টেস্টের। এক্ষেত্রে অভিযুক্ত সত্য গোপনের ক্ষমতা হারিয়ে যায়। আর, সেটাই তদন্তকারীদের হাতিয়ার।'

পলিগ্রাফ টেস্ট করার জন্য বিশেষ দল

তদন্তকারীদের পাশাপাশি, পলিগ্রাফ টেস্ট করার জন্য থাকছে বিশেষ দল। থাকছেন ফরেনসিক বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা। তাঁরাও অভিযুক্তকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। অভিযুক্তের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবেন। এই ব্যাপারে এক সিবিআই আধিকারিক বলেছেন, 'কিছু ক্ষেত্রে, কিছু প্রশ্নে অভিযুক্ত আবেগতাড়িত হয়ে উঠতে পারে। যা তার চরিত্রের বৈশিষ্ট্য বোঝার জন্য প্রয়োজন। যদি বেশিরভাগ প্রশ্নে অভিযুক্তের নিঃশব্দ প্রতিক্রিয়া পাওয়া যায়, তাহলে অভিযুক্তের মৃতার প্রতি কোনও সহানুভূতি ছিল না বলেই ধরে নেওয়া যেতে পারে।'

আরও পড়ুন- জেল হেফাজতে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টেসায় আদালতের

আরও পড়ুন- আরজি করের যাবতীয় দুর্নীতির তদন্ত করবে সিবিআই! রাজ্যের অস্বস্তি বাড়িয়ে নির্দেশ হাইকোর্টের

কেন আদালতের অনুমতি দরকার হল?

মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, একজন অভিযুক্তের চরিত্র মূল্যায়নের মাধ্যম। এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে- পলিগ্রাফ টেস্ট, ব্রেন ম্যাপিং এবং নারকো অ্যানালাইসিস। ২০১০ সালে সুপ্রিম কোর্টের সেলভি বনাম কর্ণাটক রাজ্যের রায় অনুসারে এই তিনটি পরীক্ষার জন্য অভিযুক্তের সম্মতি প্রয়োজন। এই ব্যাপারে সিবিআইয়ের একজন আধিকারিক বলেছেন, 'মামলায় আরও প্রমাণ সংগ্রহ করতে তিনটি পরীক্ষাই করা যেতে পারে।' সিবিআই এখনও পর্যন্ত তার অনুসন্ধানের বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি। তবে মামলাটি হাতে নেওয়ার পরে সিবিআই এই মামলায় ফের একটা এফআইআর নথিভুক্ত করেছে।

Arrest Murder cbi Doctors Death
Advertisment