বেসরকারি হাসপাতালে অগাস্ট মাসে বুকে অস্ত্রোপচারের পর দু'মাস পার। এখনও এসএসকেএম ভর্তি রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। অবাক ইডির গোয়েন্দারা। অস্ত্রপচরারে পর কেন এতদিন ধরে হাসপাতালে থাকতে হচ্ছে 'কাকু'কে? তা জানতেই চতুর্থীর দিন সকালে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে 'কালীঘাটের কাকু'র অসুখের বিষয়ে বিস্তারিতভাবে জানতে চেয়ে সব নথি চেয়েছেন ইডি আধিকারিকরা।
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলে ইডি-কে সময়সীমা বেঁধে দিয়েছে হাইকোর্ট। ফলে চাপ রয়েছে কেন্দ্রীয় এজেন্সির উপর। গত ৩০ মে গ্রেফতার করা হয়েছিল সুজয়কৃষ্ণকে। কিন্তু, ইডি হেফাজত শেষের পর জেলে গিয়ে আর 'কাকু'কে জেরা করা যায়নি। অন্যদিকে লিপ্স অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলাতে
অন্যতম সূত্র সেই সুজয়কৃষ্ণই। তবে,প্যারোল এবং প্যারোলের মেয়াদ শেষ হতে না হতেই সুজয়ের অসুস্থতা হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন।
'কালীঘাটের কাকু'কে জেরা না করার জেরে তদন্তে প্রভাব পড়ছে বলে মনে করছে ইডি-র আধিকারিকরা। তাই অস্ত্রপচারের দু'মাস পরও কেন 'কাকু'কে হাসপাতালে থাকতে হচ্ছে তা জানতে চাইছেন গোয়েন্দারা। তা জানতেই এ দিন এসএসকেএমে যান ইডি আধিকারিকরা। সুজয়কৃষ্ণের কিসের অসুখ? হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সে ব্যাপারে জানতে চেয়েছেন ইডি কর্তারা।