নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির এক বছর পূর্ণ হয়েছে গতকাল। আর সোমবারই নিজের বন্দিদশা নিয়ে সরব হলেন তৃণমূলের অপসারিত মহাসচিব। চাঁচাছোলা ভাষায় ফের বললেন, 'আমায় জোর করে আটকে রাখা হয়েছে। এক বছর বিনা বিচারে আছি।' পাশাপাশি এদিন বন্দিমুক্তি আন্দোলনকারীদের নিশানা করেও প্রশ্ন তুলেছেন রাজ্যেপ প্রাক্তন শিক্ষামন্ত্রী।
২০২২ সালের ২৩ জুলাই মধ্যরাতে গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর থেকেই প্রেসিডেন্সি জেলে বন্দি রাজ্যের হেভিওয়েট রাজনীতিবিদ। ইডির পর সিবিআইয়ের হাতেও গ্রেফতার হয়েছিলেন পার্থ। তারপর তদন্ত যত এগিয়েছে, ততই পার্থর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকেই 'কিংপিং' বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। বারংবার জামিনের আবেদন খারিজের পর সোমবার ফের পার্থকে আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন- মমতা-অভিষেকের বিরুদ্ধে মামলা, স্বস্তির মাঝেই অস্বস্তি বিজেপি’র
এদিন আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারির এক বছর প্রসঙ্গে ক্ষোভের সুরে বলেন, 'এক বছর বিনা বিচারে আছি। এটা সুজাত ভদ্রদের জিজ্ঞাসা করুন। বন্দিমুক্তি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করবেন। আজ তাঁরা মুখ খুলছেন না।'
অপসারিত মন্ত্রী পার্থর মন্তব্য নিয়ে মানবাধিকার কর্মী সুজাত ভদ্র বলেন, 'আমরা রাজনৈতিক বন্দিদের জন্য কাজ করি। উনি (পার্থ) রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে বন্দি নন বলে আমার ব্যক্তিগত মতামত। হতেই পারে উনি বিনা বিচারে বা ষড়যন্ত্রের শিকার। পার্থবাবুর বিচার হোক। নিরপরাধ হলে মুক্তি হোক।' এর আগে বন্দিমুক্তি আন্দোলনকারীদের উদ্দেশ্যে পার্থ বলেছিলেন, 'যাঁরা বন্দিমুক্তি আন্দোলন করেন, তাঁদের আমি খুঁজে বেড়াচ্ছি। তাঁরা কোথায়?'