বারবার কেন শুভেন্দু অধিকারীর কনভয়েই দুর্ঘটনা? তদন্ত চেয়ে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি। গত দেড় মাসে ৩ বার দুর্ঘটনার কবলে পড়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। বিষয়টি নিয়ে এবার নড়চড়ে বসেচে বিজেপি। নিরপেক্ষ সংস্থা দিয়ে আদালতের নজরদারিতে তদন্তের দাবি তুলেছেন গেরুয়া দলের নেতারা। যদিও শুভেন্দু অধিকারী Z ক্যাটাগরির নিরাপত্তা পান। সেই কারণে তাঁর কনভয়ে দুর্ঘটনার দায় কেন্দ্রীয় সরকার এড়াতে পারে না বলে পাল্টা সুর চড়িয়েছেন রাজ্যের শাসকদলের দলের নেতারা।
গত ২ মাসেরও কম সময়ের মধ্যে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয় তিন বার দুর্ঘটনার কবলে পড়েছে। শেষবার অর্থাৎ ২২ অগাস্ট কাঁথি থেকে কলকাতা যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের মারিশদার কাছে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি। একটি লরি এসে সজোরে ধাক্কা মারে কনভয়ের ওই গাড়িটিতে। দুর্ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ফের একবার রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়।
আরও পড়ুন- আমূল দুধের গাড়ি উল্টোতেই উদ্ধার গরু, ‘পাচারের নয়া ছক’, শুভেন্দুর নিশানায় মমতা
তারও আগে ১২ জুলাই ইএম বাইপাস ধরে যাওয়ার সময় কালিকাপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়। কনভয়ের একটি গাড়ির সঙ্গে লরির ধাক্কা লাগে। সেই ঘটনার ১১ দিন আগে পূর্ব মেদিনীপুরের মারিশদাতেই দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দুর কনভয়। যদিও একাধিকবারের এই দুর্ঘটনার জেরে শুভেন্দু অধিকারী চোট পাননি।
তবে বারবার কেন রাজ্যের বিরোধী দলনেতার কনভয় দুর্ঘটনার কবলে পড়ছে? তা খতিয়ে দেখার দাবি নিয়ে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি। নিরপেক্ষ সংস্থা দিয়ে এই ঘটনার তদন্ত চায় গেরুয়া শিবির। যদিও শুভেন্দু অধিকারী Z ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন। তাঁকে নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার। সেই কারণে বিরোধী দলনেতার নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতির দায় রাজ্য সরকারের হতে পারে না বলে পাল্টা সোচ্চার হয়েছেন তৃণমূলের নেতারা।