এবার The Kerala Story নিষিদ্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। ‘দেশের অন্য অংশে মুক্তি পেয়েছে। ‘পশ্চিমবঙ্গ কি দেশের বাইরে?’, বাংলায় এই সিনেমাটির প্রদর্শন বন্ধ ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। The Kerala Story নিষিদ্ধ করার পিছনে রাজ্যের যুক্তিগুলি কী কী? বিশদে এব্যাপারে জানতে চেয়ের রাজ্যের কাছে জবাব তলব করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আইনশৃঙ্খলার পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এরাজ্যে The Kerala Story ছবির প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ছবিটি নিষিদ্ধ করার ঘোষণা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণার পরে রাজ্য সরকারের তরফে বিবৃতি দিয়ে ছবি বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়।
আরও পড়ুন- প্রতীক্ষা আরও বাড়ল, পিছিয়ে গেল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা, চাকা গড়াবে কবে?
তারপরেই বিষয়টি নিয়ে চর্চা বহুগুণে বেড়ে যায়। ছবির নির্মাতারা The Kerala Story নিষিদ্ধ করা নিয়ে রাজ্যের সিদ্ধান্তের সমালোচনায় সরব হন। রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন তাঁরা।
সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এদিন তুলোধনা করেছে রাজ্য সরকারকে। এদিন প্রধান বিচারপতি বলেছেন, “ছবিটি দেশের বাকি অংশে মুক্তি পেয়েছে। পশ্চিমবঙ্গ কি দেশের অন্য অংশ থেকে আলাদা? এই সিনেমাটি যদি দেশের বাকি অংশে শান্তিতে চলতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে কেন এই ছবি নিষিদ্ধ করা হবে।?’ এই সব প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।