/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/Clash.jpg)
প্রতীকী ছবি।
পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার-তাণ্ড হুগলির জাঙ্গিপাড়ায়। ফুরফুরা পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, ইটবৃষ্টি। পাল্টা পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। 'অশান্তির নেপথ্যে আইএসএফ', এমনই অভিযোগ শাসকদল তৃণমূলের। তবে শুধুই জাঙ্গিপাড়া নয়, পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া ঘিরে এদিন খেজুরি, মন্দিরবাজারেও তুমুল অশান্তি ছড়ায়।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সীমাহীন সন্ত্রাস দেখেছে বাংলা। নির্বাচনকে কেন্দ্র করে চলা সংঘর্ষ, বোমাবাজিতে মুড়ি-মুড়কির মতো প্রাণ গিয়েছে শাসক-বিরোধী দলের কর্মী-সমর্থকদের। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর এবার চলছে বোর্ড গঠন পর্ব। তাতেও লাগামছাড়া অশান্তির ছবি উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।
আরও পড়ুন- র্যাগিংয়ের বলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র? রহস্যমৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন
বৃহস্পতিবার হুগলির জাঙ্গিপাড়ায় ফুরফুরা পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরেও তুমুল উত্তেজনা তৈরি হয়। সকাল থেকে ব্যাপক বোমাবাজি চলে এলাকায়। পুলিশকে লক্ষ্য করেও চলে বোমাবাজি, ইটবৃষ্টি। বিশাল পুলিশবাহিনী গিয়ে টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন- বেড়াল ভেবে ছোট্ট ছানার প্রতিপালন, বড় হতেই তার রূপ দেখে চোখ কপালে!
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, 'অশান্তির নেপথ্যে রয়েছে আইএসএফ'। যদিও পাল্টা আইএসএফ-এর তরফে এবিষয়ে প্রতিক্রিয়া এখনও মেলেনি। স্থানীয় এক তৃণমূল নেতা সংবাদমাধ্যমে বলেন, 'সারারাত বোমাবাজি হয়েছে। এখনও বোমাবাজি চলছে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। ফুরফুরা শরিফ শান্তিপ্রিয় জায়গা। সেই জায়গায় উত্তেজনা তৈরি করছে।'
তবে শুধু জাঙ্গিপাড়াই নয়, বৃহস্পতিবার পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও। খেজুরি দুই নং ব্লকের একটি পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু'পক্ষের মধ্যে চলে ব্যাপক বোমাবাজি। বিজেপির দাবি, সংঘর্ষে তাঁদের দুই কর্মী জখম হয়েছেন।
Tmc & @MamataOfficial ‘s police not allowing us to form board with the help of police &adminstration in Krishnapur anchal inspite of Bjp having majority
So we are protesting today &our protest will continue till the time we form board@narendramodipic.twitter.com/UfrCMi5I4I— Agnimitra Paul BJP (@paulagnimitra1) August 10, 2023
আরও পড়ুন- সবুজে ঘেরা পাহাড়ি গ্রামের বুক চিরে যায় নদী, বাংলার এপ্রান্তে নৈস্বর্গিক অনুভূতি!
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারেও বৃহস্পতিবার পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির দাবি, আচমকা বিডিও জানান পর্যাপ্ত বাহিনী না থাকার কারণে এদিন বোর্ড গঠন প্রক্রিয়া বন্ধ রাখা হচ্ছে। প্রতিবাদে মন্দিরবাজারে পঞ্চায়েত অফিসের সামনে কুলপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে চলে বিক্ষোভ।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, 'কৃষ্ণপুর পঞ্চায়েতের ১৯ আসনের মধ্যে ১১টি আসন পেয়েছে বিজেপি। কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ আসন বিজেপির দখলে। পর্যাপ্ত বাহিনী না থাকার কারণ দেখিয়ে বিডিও বোর্ড গঠন প্রক্রিয়া বন্ধ রাখতে বলেছেন। তবে আমরা বোর্ড গঠন করবই। প্রয়োজনে সারারাত অবস্থান বিক্ষোভে থাকব।'