Advertisment

Adhir Chowdhury: বহরমপুরে হারলে কী করবেন, চ্যালেঞ্জ নিয়ে বড় কথা অধীরের, মমতাকে 'পাল্টিকুমারী' কটাক্ষ

Adhir Chowdhury: এক বার নয়, তিনবার! গত সাতদিনে তিনবার প্রচারে বাধা পেয়েছেন তিনি। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। শুনতে হয়েছে গো-ব্যাক স্লোগান, মেজাজ হারিয়ে ধাক্কাধাক্কিও করেছেন। চড় মারার অভিযোগও উঠেছে। সেই বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরি কি তাহলে নার্ভাস! নিজের গড় হারাতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি? রবিবার এমন বহু প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেস নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir Chowdhury faces protest by tmc in Naoda

Adhir Chowdhury: প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

Adhir Chowdhury will leave politics if loose: এক বার নয়, তিনবার! গত সাতদিনে তিনবার প্রচারে বাধা পেয়েছেন তিনি। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। শুনতে হয়েছে গো-ব্যাক স্লোগান, মেজাজ হারিয়ে ধাক্কাধাক্কিও করেছেন। চড় মারার অভিযোগও উঠেছে। সেই বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরি কি তাহলে নার্ভাস! নিজের গড় হারাতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি? রবিবার এমন বহু প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেস নেতা।

Advertisment

এদিন কলকাতার প্রেস ক্লাবে বসে সাংবাদিকদের অধীর বলেন, 'আমার গড় নড়বড়ে নয়। নড়বড়ে হলে আমি বিক্ষোভ দেখাতাম। কিন্তু কেসটা উল্টো হচ্ছে।' তাহলে কি ষষ্ঠবার জিতে সংসদে যাবেন অধীর, সেই প্রশ্নে পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস সাংসদ। রবিবার চ্যালেঞ্জ নিয়ে অধীর বললেন, 'বহরমপুরে আমি হারলে রাজনীতি থেকে ছুটি নিয়ে নেব। এত বড় কথা আজকে বলে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ গ্রহণ করে বলতে পারবেন যে, বহরমপুরে জিতলে তাঁর জয় হবে বা হারলে তাঁর হার হবে?'

কয়েকদিন আগেও বাম-কংগ্রেসকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেছেন মমতা। প্রায় সব প্রচারসভা থেকেই আক্রমণ করছেন। এর উত্তরে মমতাকে নতুন কটাক্ষে বিঁধলেন বহরমপুরের সাংসদ। বললেন, 'নীতীশ কুমার যেমন পাল্টুকুমার হয়ে ইন্ডিয়া জোট ছেড়ে পালিয়ে গিয়েছেন, তেমন বাংলার দিদিও পাল্টিকুমারী হয়ে পালিয়েছেন।'

আরও পড়ুন Mamata Banerjee: শুভেন্দুর ‘বোমা’-হুঁশিয়ারির পাল্টা জবাব মমতার, আগুনে আক্রমণ তৃণমূলনেত্রীর!

পাল্টা বিজেপির সঙ্গে তৃণমূলের বোঝাপড়ার অভিযোগ তুলেছেন অধীর। তাঁর দাবি, 'বোঝাপড়া রয়েছে বলেই অনেক ঢক্কানিনাদের পর ডায়মন্ড হারবারে বিজেপি ওই রকম প্রার্থী দিয়েছে। যাতে খোকাবাবুর অসুবিধা না হয়। এক জন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলে আর এক জন বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও জেলে। কিন্তু খোকাবাবুকে যাতে জেলে যেতে না হয়, তাই দিদি বোঝাপড়া করে নিয়েছেন।'

Adhir Chowdhury CONGRESS tmc loksabha election 2024 Mamata Banerjee
Advertisment