ভয়ঙ্কর আশঙ্কা! শুভেন্দু গড়ের জয়ী বিজেপি প্রার্থীরা ছুটলেন হাইকোর্টে

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থীরা।

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
winning bjp candidates from nandigram are moves calcutta high court

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জয়ী বিজেপি প্রার্থীরা।

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থীরা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। শাসকদল তৃণমূলের মদতে পঞ্চায়েতের বোর্ড গঠনের আগেই মিথ্যা মামলা দিয়ে তাঁদের গ্রেফতার করতে পারে পুলিশ, মূলত এই আশঙ্কা থেকেই আইনি রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই আবেদনের শুানি।

Advertisment

আগামী বুধবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পঞ্চায়েতের বোর্ড গঠন। তার আগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের দুটি ব্লকের ১৭টি পঞ্চায়েতের জয়ী প্রার্থীরা। তাঁরা যাতে বোর্ড গঠন প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন সেই চেষ্টাই করছে তৃণমূল, এমনই অভিযোগ তাঁদের। মিথ্যা মামলা দিয়ে তাঁদের জেলে পুরতে চাইছে পুলিশ। এমনই আশঙ্কা বিজেপি শিবিরের।

আরও পড়ুন- আমেরিকা থেকেই তির অভিষেকের! ব্যাঙ্গ-বিদ্রুপে ভরিয়ে দিলেন ইডিকে

Advertisment

অভিযোগ, ইতিমধ্যেই নন্দীগ্রামের বেশ কয়েকটি পঞ্চায়েতে জয়ী বিজেপি প্রার্থীদের পুরনো মামলায় ডেকে পাঠাতে শুরু করেছে পুলিশ। এছাড়াও নন্দীগ্রামের একাধিক পঞ্চায়েতের জয়ী বিজপি প্রার্থীদের শাসকদলের নেতা-কর্মীরা এলাকায় ঢুকতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টে আগামিকাল বিজেপি প্রার্থীদের করা আবেদনের শুনানি।

আরও পড়ুন- স্কুলের অঙ্কের প্রশ্নে ‘শুভেন্দু-নওশাদ’ আঁতাত আঁচ, তুঙ্গে বিতর্ক

উল্লেখ্য, এর আগেও নন্দীগ্রামের ১৫ জন জয়ী বিজেপি প্রার্থীকে আইনি সুরক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাঁদের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল উচ্চ আদালত। বিজেপির অভিযোগ, বোর্ড গঠনের আগে শাসকদলের নেতাদের কথা মতো জয়ী বিজেপি প্রার্থীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

nandigram Suvendu Adhikari highcourt bjp tmc