কার্তিকের একেবারে শুরু থেকেই প্রকৃতি হেমন্তের ভাব। সোমবার থেকে আবহাওয়ার বদল ঘটেছে। পারদ কমছে। হাওয়ার শিরশিরানি ভাব। বহু জেলাতেই ভোর ও রাতের দিকে ঠান্ডার আমেজ। তাহলে কী কালীপুজোতেই বাংলায় শীতের ইনিংস শুরু হচ্ছে? কী পূর্বাভাস হাওয়া অফিসের?
আলিপুর আবহাওয়া দফতর অবশ্য কোনও সুখবর দিতে পারেনি। তাদের পূর্বাভাস, এখনই শীত আসছে না। বাংলায় শীতকালের দেরি আছে।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ু রাজ্যে প্রবেশ করছে। তাই রাজ্য জুড়ে ঠান্ডা আমেজ বজায় থাকবে। আগামী কয়েকদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে নামতে পারে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর পারদ এখনই কুড়ির নীচে। আপাতত হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আরও বেশ কিছুদিন।
কলকাতায় এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯২ শতাংশ।
বাংলায় আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হচ্ছে রয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে। বঙ্গোপসাগরে বা আমাদের রাজ্যের সংলগ্ন উত্তর বঙ্গপ্রসাগরে কোনও নিম্নচাপের সম্ভাবনা এই মুহূর্তে নেই। ঘূর্নাবর্ত রয়েছে তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। যা ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।