Advertisment

Child Trafficking: বিরাটিতে ধুন্ধুমার! লোকাল ট্রেনে বাজারের থলিতে শিশু, পাচারের অভিযোগ মহিলার বিরুদ্ধে

যাত্রীদের অভিযোগ বাজারের ব্যাগে ভরে একটি শিশুকে চলন্ত ট্রেনে কোথাও নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। তা দেখা মাত্রই সন্দেহ হয় যাত্রীদের। মহিলার বিরুদ্ধে বাচ্চাচুরির অভিযোগ তুলে সরব হয় যাত্রীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
woman accused in child trafficking

উত্তেজনা বিরাটি স্টেশনে

Birati child trafficking: দিন কয়েক ধরেই বাংলার নানান প্রান্তে বাচ্চাচুরির নানান অভিযোগ ওঠে। অনেকক্ষেত্রে সেই অভিযোগ ভয়ঙ্কর আকার ধরে। কোথাও কোথাও গণপিটুনির মত ঘটনার খবরও সামনে এসেছে। পরিস্থিতি মোকাবিলায় আসরে নামতে হয় পুলিশ প্রশাসনকে। কোনধরণের গুজবে কান না দেওয়ার পাশাপাশি গুজব ছড়ানোর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে দেখা গিয়েছে পুলিশ প্রশাসনকে। এবার খোদ শিয়ালদহগামী দত্তপুকুর লোকালে বাজারের ব্যাগ থেকে শিশু উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। শিশুটির খোঁজ জানার চেষ্টা করছেন জিআরপির আধিকারিকরা।

Advertisment

যাত্রীদের অভিযোগ বাজারের ব্যাগে ভরে একটি শিশুকে চলন্ত ট্রেনে কোথাও নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। তা দেখা মাত্রই সন্দেহ হয় যাত্রীদের। মহিলার বিরুদ্ধে বাচ্চাচুরির অভিযোগ তুলে সরব হয় যাত্রীরা। এরপরই বিরাটি স্টেশনে ওই মহিলাকে নামান যাত্রীরা। তাকে তুলে দেওয়া হয় রেলপুলিশের হাতে। পাশাপাশি ঘটনার উপযুক্ত তদন্তের দাবিতে সোচ্চার হন যাত্রীরা। পাশাপাশি কয়েকজন যাত্রী রেললাইনে নেমে বিক্ষোভে সামিল হন। ফলে কিছু সময়ের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে শিশুটির আনুমানিক বয়স ১ থেকে দেড় বছর।

আরও পড়ুন : <Malda Aamsotto: আমসত্ত্ব তৈরির ব্যস্ততা তুঙ্গে মালদায়, বছরভর জোগান অটুট রাখতে হাব তৈরির দাবি>

যাত্রীদের দাবি, দত্তপুকুর থেকে শিয়ালদহ গামী ট্রেনে ওই মহিলা একটি শিশুকে বাজারের ব্যাগে ভরে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। তা দেখেই সকলেই সন্দেহ হয়। মহিলাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এলোমেলো উত্তর দেন। পরে বিরাটি স্টেশনে ওই মহিলাকে নামিলে রেল পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা। পুলিশের তরফে গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Sealdah Local Train Child Trafficking
Advertisment