Advertisment

মেলেনি দাবি মত পণ, বধূর উপর অ্যাসিড হামলা স্বামী ও সতীনের

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী ও তাঁর দ্বিতীয় স্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
woman allegedly acid attacked by husband in kultali , মেলেনি দাবি মত পণ, বধূর উপর অ্যাসিড হামলা স্বামী ও সতীনের

কুলতলিতে শোরগোল।

প্রথম পক্ষের স্ত্রীকে মারধরের পর গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। পলাতক ২ অভিযুক্ত।

Advertisment

'নির্যাতিতা'র স্বামী আহাচান হালদার। বছর ছয়েক আগে বিয়ে হয় তাঁদের। অভিযোগ, সেই থেকেই বাপের বাড়ি থেকে বিভিন্ন অজুহাতে টাকা আনার জন্য চাপ দেওয়া হত নির্যাতিতাকে। টাকা না নিয়ে এলে শারীরিক ও মানসিক অত্যাচার করা হত। পরবর্তীতে ফের বিয়ে করেন আহাচান। কিন্তু প্রথম স্ত্রীর উপর অর্থের দাবিতে অত্যাচার কমেনি। জানা গিয়েছে, গত ২৬ তারিখ ওই গৃহবধূর গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। এখানেই শেষ নয়, ওই অবস্থায় বাড়িতেই আটকে রাখা হয় তাঁকে।

কোনওরকমে রবিবার রাতে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে থানায় যান আক্রান্ত। অভিযোগ করেন, তাঁকে বেধড়ক মারধরের পর গায়ে তরল ঢেলে দেওয়া হয়। শরীর জ্বালা করতে শুরু করে। তারপরও তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এদিকে ঘটনার পর থেকেই পলাতক স্বামী ও তার দ্বিতীয় স্ত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।

acid attack South 24 Pgs
Advertisment