/indian-express-bangla/media/media_files/2025/04/22/Z3tg6zqUNNOLHnPkIkMx.jpg)
থানার নাকের ডগায় সুটকেসের ভিতর থেকে উদ্ধার বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ
Woman Body Found inside of Suitcase: ট্রলি ব্যাগের পর এবার সুটকেস। বাগুইআটিতে সাত সকালেই উদ্ধার বৃদ্ধার মৃতদেহ। সুটকেসের ভিতর উদ্ধার করা হয়েছে বৃদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ। কীভাবে, কোথায় খুন করা হয়েছে বৃদ্ধাকে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বাগুইআটি থানার পুলিশ।
কুমোরটুলির পর এবার বাগুইআটি। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সুটকেসের মধ্যে দেহ উদ্ধার। সকাল আটটা নাগাদ এক খবরের কাগজ বিক্রেতা রাস্তার পাশে নালার মধ্যে একটি সুটকেস দেখতে পান। সেটা দেখেই সন্দেহ হয় তাঁর। খবর দেওয়া হয় আশেপাশের মানুষজনকে। স্থানীয় মানুষ জড়ো হওয়ার পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে সুটকেস খুলে তার মধ্যে থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে।
সূর্যের গণগণে আঁচে পুড়বে বাংলার একের পর এক জেলা! তাপমাত্রা একধাক্কায় কতটা বাড়বে? কী জানাল হাওয়া অফিস?
পুলিশ সূত্রে খবর, স্থানীয় মানুষ প্রথমে একটি নালার মধ্যে পরিত্যক্ত সুটকেসটি দেখতে পান। খবর যায় থানায়। পুলিশ এসে সুটকেস খুললেত বেরিয়ে আসে মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। কোথায়, কীভাবে ওই মহিলাকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।