Advertisment

Heat Stroke: চলতি মরশুমে রাজ্যে প্রথম গরমের বলি! হাঁসফাঁস করতে করতে অটোতেই প্রাণ খোয়ালেন বৃদ্ধা!

Weather Report: বাংলার নতুন বছরের শুরু থেকেই আগুন ঝরাচ্ছে সূর্য। বৈশাখের শুরুতেই প্রবল দহনে পুড়ছে বাংলা। সোমবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দুই জেলায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের উপরে। কলকাতাতেও ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে তাপমাত্রা।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Woman dies due to heat stroke

Heat Stroke: গরমে অসুস্থ হয়ে বৃদ্ধার মৃত্যু।

Heat Stroke: গরমে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধার। অটোয় যাচ্ছিলেন তিনি। মাঝপথে হঠাৎই অসুস্থতা বোধ করতে থাকেন। অটোচালকরাই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা।

Advertisment

এদিন অটোয় যাওয়ার পথেই অসুস্থতা বোধ করেন শাকিলা বিবি নামে বছর বাষট্টির ওই বৃদ্ধা। সোনারপুরের চৌহাটি যাওযার উদ্দেশে পেয়ারা বাগান এলাকা থেকে অটোতে চাপেন ওই মহিলা। অটোর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অটোচালক ও সহযাত্রীরা তাঁকে সোনারপুর হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় সোনারপুর থানাতেও। ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ।

সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতার পরিচয় জানতে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁর ছবি শেয়ার করেন অটোচালক। সেই সূত্র ধরেই মৃতার পরিচয় পাওয়া যায়। সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম শেখ শাকিলা বিবি। তিনি সোনারপুরেরই দক্ষিণ জগদ্দল এলাকার বাসিন্দা।

আরও পড়ুন- আগুন ঝরাচ্ছে সূর্য! দক্ষিণবঙ্গের পারদ ছাড়াল ৪২ ডিগ্রি! স্বস্তির বৃষ্টি কবে?

অটোচালক নরেশ মণ্ডল বলেন, "হঠাৎই অটোতে উনি অসুস্থ হয়ে পড়েন। গাড়ি থামিয়ে ওঁকে জল দিই। সবাই মিলে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা জানান ওঁর মৃত্যু হয়েছে। গরমেই মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। চিকিৎসকরা বললেন সান স্ট্রোক হয়ে গেছে।" আজই মহিলার ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।

Death weather West Bengal heat stroke
Advertisment