bee attack:ছাদে উঠতেই ধেয়ে আসে মৌমাছির ঝাঁক, আঁতকে ওঠার মতো মৃত্যু গৃহবধূর!

woman dies from roof fall: তড়িঘড়ি বধূকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবুও বাঁচল না প্রাণ। এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

woman dies from roof fall: তড়িঘড়ি বধূকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবুও বাঁচল না প্রাণ। এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

author-image
Madhumita Dey
New Update
Malda  ,woman dies from roof fall  ,bee attack  ,bee sting,  fall from terrace  ,roof accident,  fatal bee attack Malda  ,local news Malda,মালদা  ,ছাদ থেকে পড়ে মৃত্যু  ,মৌমাছির তাড়া,  মৃত্যু মহিলা,  মৌমাছি আক্রমণ,  ছাদ দুর্ঘটনা  ,আনুমানিক ঘটনা মালদা  ,স্থানীয় সংবাদ

Malda News: শোহাত মৃতের পরিবারের সদস্যরা।

fatal bee attack Malda:মৌমাছির তাড়া খেয়ে জীবন বাঁচাতে দোতলার খোলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার ধরমপুর এলাকায়। গতকাল বিকেলে এই ঘটনাটি ঘটেছিল। ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন ওই মহিলা। তাঁকে তড়িঘড়ি চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। বুধবার মৃত্যু হয় ওই গৃহবধূর। মালদা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, মাথার পিছনে গুরুতর আঘাতের জেরেই মৃত্যু হয়েছে ওই মহিলার। 

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাধা মণ্ডল (৫৫)। ওই মহিলার তিন ছেলেমেয়ে রয়েছেন। তার স্বামী পেশায় কৃষক। গতকাল বিকেলে বাড়ির খোলা ছাদে রান্না করার জন্য খড়ি রাখা ছিল। সেই জ্বালানি ছাদ থেকে আনতে যান ওই গৃহবধূ। ওই বাড়ির পাশে রয়েছে একটি লিচুগাছ। 

সেখানেই মৌমাছি চাক বেঁদেছিল। সেই চাক কোনওভাবে ভেঙে যাওয়ায় আচমকাই ওই গৃহবধূর দিকে ধেয়ে আসতে শুরু করে শ'য়ে শ'য়ে মৌমাছি। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিলেন ওই মহিলা। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে খোলা ছাদেই দৌড়োতে শুরু করে দেন তিনি। আচমকা খোলা ছাদ থেকে নিচে লাফ দেন মহিলা। নিচে পড়ে তাঁর মাথার পিছনে জোরালো চোট লেগেছিল। অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি।

Advertisment

আরও পড়ুন- Kolkata News Live Updates: নাবালিকাকে ধর্ষণ করে খুন, দোষী যুবকের ফাঁসির সাজা আদালতের

এরপর স্থানীয়রাই গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে মঙ্গলবার মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছিলেন। বুধবার সকালে মৃত্যু হয়েছে ওই মহিলার। মৃতের এক আত্মীয় বিনয় মণ্ডল জানিয়েছেন, দিদির বাড়ির ছাদের পাশে একটি লিচু গাছ আছে। সেখানেই এদিন কয়েকটি অল্পবয়সী ছেলে ঢিল মেরে লিচু পারছিল। সেই সময় মৌমাছি চাকে ঢিল লেগে সেটি ভেঙে যায়। তখন দিদি ছাদে খড়ি সংগ্রহ করছিলেন। মৌমাছির ঝাঁক দিদির ওপর হামলা করে। পালাতে গিয়ে বেসামাল হয়ে ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয় দিদির। স্বাভাবিকভাবেই মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আরও পড়ুন- Humayun Kabir: 'ওকে দেখে কত মানুষ ভোট দিচ্ছে দেখি, তারপর সার্টিফিকেট দেব', কাশেমকে খোঁচা হুমায়ুনের

Malda Death news of west bengal