গত সোমবারই আদালতে ধাক্কা খেয়েছেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। পঞ্চায়েত ভোটে বাতিল হওয়া ৮২ জন আইএসএফ প্রার্থীরা আর মনোনয়ন জমা করতে পারবেন না। এর ঠিক দু'দিনের মধ্যেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে। বুধবার বিমানবন্দর থানা এলাকার এক মহিলা বাসিন্দা নিউটাউন থানায় নওশাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের সময় অভিযোগকারী ওই মহিলার সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।
তবে দুপুর পর্যন্ত তাঁর বিরুদ্ধে তরণীর অভিযোগ সম্পর্কে নওশাদ সিদ্দিকির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কী অভিযোগ অভিযোগকারী মহিলার?
নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ওই মহিলা প্রথমে বিয়ের প্রতিশ্রুতি, তারপর সহবাসের অভিযোগ করছেন। এমনকী শারীরিক নির্যাতনেরও অভিযোগ করা হয়েছে। এই সময় অভিযোগকারিণীর পাশে ছিলেন সব্যসাচী দত্ত। কীভাবে ভাঙড়ের বিধায়কের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল? সেসবের অবশ্য স্পষ্ট উত্তর দেননি অভিযোগকারিণী। এসব জবাব নওশাদকে জিজ্ঞাসার জন্য সাংবাদিকদের কাছে আর্জি জানিয়েছেন ওই মহিলা।
কী বলছেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত?
পঞ্চায়েতের মনোনয়নপর্বে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে হিংসা ছড়িয়েছিল ভাঙড়ে। বোমা-গুলি চলেছিল। ঝরেছে প্রাণ। এরপরই শাসক দলের নির্দেশে ভাঙড়ে গিয়েছিলেন সব্যসাচী দত্ত। এদিন নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে ওই মহিলা থানায় অভিযোগ জানানোর পর সব্যসাচী দাবি করেন, 'সংখ্যালঘু পরিবারের উচ্চশিক্ষিত মহিলা। উনি বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিলেন। কিন্তু একজন বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা মুখে আনা যাচ্ছে না।' সব্যসাচী দত্তের কথায়, 'আইন আইনের পথে চলবে। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ সত্যি কিনা তা তদন্ত করে দেখা হোক।'
আরও পড়ুন- ‘এত প্রমাণ সত্ত্বেও ছাড়ল কেন?’ সায়নীর গরহাজিরায় বিরক্ত শুভেন্দুর মারাত্মক অভিযোগ