Advertisment

আত্মঘাতী মহিলা, এনআরসি আতঙ্কেই চরম পদক্ষেপের অভিযোগ পরিবারের

পরিবারের দাবি উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পারিবারিক বিবাদের জেরেই মহিলার মৃত্যু হয়েছে বলে দাবি তাদের। মৃত্যুর কারণ ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত জৌগ্রামের তেলেগ্রামে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত জৌগ্রামের তেলেগ্রামে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, এনআরসি আতঙ্কে গলায় মাফলার জড়িয়ে আত্মঘাতী হয়েছেন বছর ৩৬-এর শিপ্রা শিকদার। তবে, পরিবারের দাবি উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পারিবারিক বিবাদের জেরেই মহিলার মৃত্যু হয়েছে বলে দাবি তাদের। মৃত্যুর কারণ ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। জামালপুর থানায় পুলিশ ঘটনার এসে তদন্ত শুরু করেছে।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী সুভাষ শিকদার পেশায় রিকশা চালক। এনআরইজিএ প্রকল্পে কাজ করতেন শিপ্রা। মৃতার দেওর বিপুল শিকদারের কথায়, 'নাগরিকত্ব বিল পাস হয়েছে। এবার এনআরসি হবে। তালিকায় ছেলের নাম না উঠলে কী হবে এই আতঙ্ক বিগত কয়েকদিন ধরেই গ্রাস করেছিল বৌদিকে।' আত্মঘাতী শিপ্রা শিকদারের ১৯ বছরের ছেলের আধার কার্ড থাকলেও নেই জন্ম শংসাপত্র। ফলে ভোটার পরিচয়পত্র করাতে বেগ পেতে হচ্ছে। বেশ কয়েকবার বিডিও অফিসে গিয়েও প্রয়োজনীয় নথি জোগাড় করতে ব্যর্থ হয়েছেন শিপ্রা শিকদার। ফলে ছেলের কী হবে? এই ভেবেই শনিবার রাতে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে সে। এমটাই মনে করছে শিকদার পরিবার।

আরও পড়ুন: নাগরিকত্ব আইন প্রতিবাদ: পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল বেলডাঙাগামী জওয়ানের

পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

জামালপুর পঞ্চায়েতের সভাপতি মামুদ হুসেন বলেছেন, 'ছেলের কী হবে এই ভয়েতেই আত্মঘাতী হয়েছেন শিপ্রা শিকদার।' তবে, মৃত্যু ঘিরে রাজনীতির বিরোধীতা করেছে স্থানীয় বিজেপি নেতারা। জামালপুরের এক বিজেপি নেতার কথায়, 'এই পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। প্রায় স্বামী-স্ত্রী বিবাদ হত। তার জেরেই মহিলা আত্মঘাতী হয়েছেন।'

Read the full story in English

West Bengal nrc
Advertisment