Advertisment

আত্মহত্যা, অবৈধ সম্পর্কের অভিযোগ, মহিলাকে নগ্ন করে হাঁটানো হল বীরভূমে

লাঞ্ছিতা মহিলাও বিবাহিতা, তাঁরও দুই পুত্র সন্তান রয়েছে। তাঁকে আপাতত সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
intolerance, lynching, killing, murder

প্রতীকী ছবি

বিবাহিত এক পুরুষের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ২৮ বছরের এক মহিলাকে মারধর করার পর নগ্ন করে হাঁটানো হল। বীরভূম জেলায় এ ঘটনা ঘটেছে। মহিলার সঙ্গে যে পুরুষের সম্পর্ক ছিল বলে অভিযোগ, তিনি বিষ খেয়ে আত্মহত্যা করার পর এ ঘটনা ঘটে। মহিলাকে পুলিশ উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছে।

Advertisment

পুলিশের বক্তব্য অনুযায়ী, ২৮ বছরের ওই বিবাহিত পুরুষ গত ১৭ অক্টোবর বিষ খান। পরদিন হাসপাতালে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির স্ত্রী ও দুই পুত্র রয়েছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "গত ১৮ অক্টোবর মৃতদেহ গ্রামে নিয়ে আসার পর গ্রামের মহিলারা সকলে মিলে এই মহিলার উপর ঝাঁপিয়ে পড়েন। সদ্যবিধবার অভিযোগ, ওই ২৮ বছর বয়সী মহিলার কারণেই তাঁর স্বামী আত্মহত্যা করেছেন। মহিলাকে মারধর করে নগ্ন করা হয়। পুলিশ তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়।" লাঞ্ছিতা মহিলাও বিবাহিতা, তাঁরও দুই পুত্র সন্তান রয়েছে। তাঁকে আপাতত সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে।

পুলিশের বক্তব্য মহিলা ২০১১ সালে বাড়ি থেকে পালিয়ে গেলেও কিছুদিন পরে ফিরে আসেন। এর ফলেই গ্রামবাসীদের সন্দেহ হয় যে তিনি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

দু পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisment