Advertisment

চোর সন্দেহে গণপিটুনি! হাওড়ায় আক্রান্ত মহিলা, পুরুলিয়ায় নিহত এক ব্যক্তি

টিকিয়াপাড়ার ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কেউ বা কারা গুজব ছড়ায় যে, এলাকায় শিশুচুরি করতে এসেছেন এক মহিলা। গত এক সপ্তাহ ধরে এই গুজব রটেছে ওই এলাকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
lynching, গণপিটুনি

টিকিয়াপাড়ায় পুলিশি পাহাড়া। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

গুজবের জেরে আবারও গণপিটুনির ঘটনা ঘটল এ রাজ্যে। কলকাতার অদূরে হাওড়ার টিকিয়াপাড়ায় শিশুচোর সন্দেহে এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। যে ঘটনা ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। ঘটনাস্থলে গেলে, পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ইতিমধ্যেই এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। অন্যদিকে, মোষ চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল পুরুলিয়ায়।

Advertisment


টিকিয়াপাড়ার ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কেউ বা কারা গুজব ছড়ায় যে, এলাকায় শিশুচুরি করতে এসেছেন এক মহিলা। গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় গুজব রটেছে বলে অভিযোগ। জনৈক মহিলাকে এলাকায় ঘুরতে দেখে কয়েকজন স্থানীয় বাসিন্দার সন্দেহ হয়। মুহূর্তের মধ্যে এলাকায় রটে যায়, ওই মহিলা শিশুচুরি করতে এসেছেন। এরপরই ওই মহিলাকে ঘিরে ফেলে জনতার একটা দল। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আরও পড়ুন, জাতীয় পতাকা নিয়ে হামলা শহরের যুদ্ধবিরোধী মিছিলে

সূত্র মারফৎ জানা গিয়েছে, ঘটনাস্থলে গেলে, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। আক্রান্ত মহিলাকে উদ্ধার করে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার এ ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।

এ ঘটনা প্রসঙ্গে ডিসিপি(দক্ষিণ হাওড়া) সুমনজিৎ রায় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘‘আমরা অভিযোগ পেয়েছি। দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় আমরা মামলা করব।’’

অন্যদিকে, বুধবার রাতে পুরুলিয়ার কোটশিলা এলাকায় মোষ চোর সন্দেহে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গৌরীশংকর কুমার। গৌরী ও তাঁর এক সহযোগী সেদিন ওই এলাকায় মোষ চুরি করতে এসেছিলেন বলে অভিযোগ উঠেছে। গৌরীকে হাতেনাতে স্থানীয়রা পাকড়াও করে মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৌরী ও তাঁর সহযোগীকে উদ্ধার করে পুলিশ। কোটশিলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে গৌরীশংকরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Read the full story in English

kolkata news West Bengal
Advertisment