পার্থকে লক্ষ্য করে জুতো! 'ওঁর টাকে লাগলে খুশি হতাম'- আক্ষেপ মহিলার

'এটা আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। হাজার মানুষ চাকরি পায়নি ওঁদের জন্য। তাঁদের সবার ক্ষোভের বহিঃপ্রকাশ।'

'এটা আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। হাজার মানুষ চাকরি পায়নি ওঁদের জন্য। তাঁদের সবার ক্ষোভের বহিঃপ্রকাশ।'

author-image
IE Bangla Web Desk
New Update
woman thrown shoe at Parth chatterjee, পার্থকে লক্ষ্য করে জুতো

পার্থকে জুতো নিক্ষাপকারী শুভ্রা ঘড়ুই।

জনরোষের বহর বাড়ছে। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়লেন এক মহিলা। এ দিন স্বাথ্য পরীক্ষার পর জোকা ইএসআই হাসপাতাল থেকে পার্থবাবুর গাড়িতে তোলা হচ্ছিল। সেই সময়ই আমতলার বাসিন্দা শুভ্রা ঘড়ুই পার্থকে নিজের জুতো ছুড়ে মারেন। তবে ওই জুতো নিশানা ভ্রষ্ট হয়। পার্থর গাড়িতে লেগে জুতো পড়ে যায়।

Advertisment

শুভ্রা ঘড়ুইয়ের দাবি, 'আত্মীয়ের স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলাম। দেখি ঠান্ডা গাড়িতে ওঁকে নিয়ে আসা হয়েছে। ওঁরা লোকের টাকা মেরে কোটি কোটি অর্থ করেছে। কলকাতার একাধিক জায়গায় ফ্ল্যাট কিনেছে। বড় গাড়ি করে হাসপাতালে আসছে। এতে আমাদের খুব সমস্যা হচ্ছে। ওঁকে গলায় দড়ি লাগিয়ে টানতে টানতে নিয়ে আসা উচিত। আমরা ঠিক মতো ডাক্তার দেখাতে পারছি না। তাই জন্যই জুতো ছুড়েছি। জুতোটা ওঁর টাকে লাগলে খুশি হতাম। এটা আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। হাজার মানুষ চাকরি পায়নি ওঁদের জন্য। তাঁদের সবার ক্ষোভের বহিঃপ্রকাশ।'

Advertisment

আরও পড়ুন- বিস্ফোরক অর্পিতা, ‘আমার অনুপস্থিতিতে-অজান্তেই ফ্ল্যাটে টাকা ঢোকান হয়েছে’

এসএসসি শিক্ষক নিয়োগকাণ্ড মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে ইডি। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখাপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি নগদ সহ সোনা, রূপো ও একাধিক নথি। পার্থ ও অর্পিতার উভয়েরই দাবি আবশ্য, এই টাকা তাঁদের নয়। পার্থ বাবু বলেছেন, 'ষড়যন্ত্র হয়েছে।' কে করল এই 'ষড়যন্ত্র'? পার্থর দাবি, 'সময় এলেই সব বোঝা যাবে।' আজ অর্পিতা দাবি করেছেন, 'এই টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে ফ্ল্যাটে টাকা ঢোকান হয়েছে।' অর্পিতার দাবি ঘিরে শোরগোল পড়েছে।

পার্থ ইস্যুতে অস্বস্তিতে তৃণমূল। জনরোষ আঁচ করে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রীর পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। দলীয় সব পদ থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে। পার্থর সামলানো দফতরগুলির কাজ দেখভালে আগামিকাল মন্ত্রিসভার রদবদল হবে বল জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এ দিনের ঘটনা থেকেই সাফ যে লোকের মনে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার প্রভাব ফেলেছে।

partha chatterjee arpita chatterjee WB SSC Scam