Murshidabad News: গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিতে হানা পুলিশের, বিরাট গ্রেফতারি!

Crime News: সোমবার সকালে এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশি হানার খবর পেয়েই বেশ কয়েকজন অভিযুক্ত পালিয়ে গিয়েছে।

Crime News: সোমবার সকালে এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশি হানার খবর পেয়েই বেশ কয়েকজন অভিযুক্ত পালিয়ে গিয়েছে।

author-image
Gopal Thakur
New Update
Actor Srikanth, known for appearing in Tamil and Telugu films, was arrested by Chennai police on Monday on drug charges.

প্রতীকী ছবি।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে মুর্শিদাবাদের নওদা থানার রঘুনাথপুরের একটি বাড়িতে হানা দেয় পুলিশ। ওই বাড়ি থেকেই বেশ কয়েকজন মহিলাকে মহিলাকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ, তাদের বিভিন্নভাবে দেহ ব্যবসায় নামার ক্ষেত্রে বাধ্য করা হতো। মুর্শিদাবাদ স- বিভিন্ন জায়গা থেকে মহিলাদের ওই বাড়িতে এনে রাখা হতো।

Advertisment

বাড়ি মালিক মৌসুমী বিবি অন্য মহিলাদের তার বাড়িতে রেখে জোর করে বিভিন্নভাবে দেহ ব্যবসায় নামানোর কাজে বাধ্য করাতো বলে অভিযোগ। সূত্র মারফত এই খবর পেয়ে নওদা থানার পুলিশ রঘুনাথপুরের ওই বাড়িতে হানা দিয়েছিল।

সোমবার সকালে ওই বাড়িতে হানা দিয়ে তিনজন মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মৌসুমী বিবিকে। তবে পুলিশি হানার খবর পেয়েই বাড়ি থেকে বেশ কয়েকজন অভিযুক্ত পালিয়ে গিয়েছে বলেও মনে করা হচ্ছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃত মহিলাকে।

Murshidabad Arrested