Advertisment

Bhai Phota 2024: অনবদ্য ভাইফোঁটা! ভ্রাতৃদ্বিতীয়ায় সুন্দরবনের এই মহিলারা কার দীর্ঘায়ু কামনা করলেন জানেন?

Bhai Phota 2024-Sundarban: স্থানীয় পঞ্চায়েত প্রধানও কুলতলির এই গ্রামের মহিলাদের এমন তৎপরতাকে কুর্ণিশ জানিয়েছেন। এলাকার বিশিষ্টরাও বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।

author-image
Mina Mondal
New Update
Sundarbans,South 24 Parganas,camera,cyclone, সুন্দরবন,ক্যামেরা,দক্ষিণ ২৪ পরগনা, ঘূর্ণিঝড়

Sundarban: প্রতীকী ছবি।

Bhai Phota 2024: সুন্দরবনের ম্যানগ্রোভ গাছকে ভাইফোঁটা (Bhaiphota) দিলেন গ্রামের মহিলারা। যুগের পর যুগ ধরে নদীবেষ্টিত বিস্তীর্ণ এলাকায় সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে গোটা সুন্দবনবাসীকে রক্ষা করে চলেছে ম্যানগ্রোভের অরণ্য। সাইক্লোন হোক বা অন্য কোনও প্রাকৃতিক ঝঞ্ঝা কিংবা অতিবৃষ্টিতে নদীর প্রবল ঢেউয়েক তোড়, সব বিপদেই যেন ভগবানের পাঠানো দূত হয়ে এতল্লাটে অবতীর্ণ হয় সবুজে ঘেরা ম্যানগ্রোভ। তাই ভাই জ্ঞানে ভাইফোঁটায় গাছকেই ফোঁটা দিলেন মহিলারা। 

Advertisment

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি বিধানসভার গোপালগঞ্জ এলাকা। এতল্লাটে গত কয়ে বছরে নদীর পাড় থেকে ক্রমাগত কেটে ফেলা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ কেটে ফেলে সেখানেই তৈরি হচ্ছে মাছের ভেড়ি। এলাকার দাপুটে 'বাহুবলী'রাই একাজে যুক্ত বলে অভিযোগ অনেকের। চলতি বছর শুধু কুলতলি বিধানসভা কেন্দ্রেরই ৮ থেকে ১০টি জায়গায় নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে মাছের ভেড়ি, বসতবাড়ি। রবিবার ভাইফোঁটচার দিনে কুলতলির গোপালগঞ্জে গাছকেই ফোঁটা দিলেন গ্রামের মহিলারা। 

গোপালগঞ্জ গ্রামের নৈপুকুরিয়া নদীর পাড়ের ম্যানগ্রোভ গাছকে 'ভাই' হিসেবে ভাইফোঁটা দিলেন গ্রামের মহিলারা। স্থানীয় পঞ্চায়েতের প্রধানও এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। এলাকার মহিলাদের এই পদক্ষেপের প্রশংসা শোনা গেল পঞ্চায়েত প্রধানের গলায়। 

Bhai Phota 2024,Sundarban,Mangroves ,kultali, Bhai Dooj, Bhaiphota, ম্যানগ্রোভ ভাইফোঁটা কুলতলি
Bhai Phota 2024: ম্যানগ্রোভকে ভাইফোঁটা মহিলাদের।

গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনতা হালদার বলেন, "বিপদে ভাইরা বোনেদের যেমন রক্ষা করে, তেমনই বোনও ভাইদের রক্ষা করে। ম্যানগ্রোভ বিভিন্ন সময় আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে ভাইয়ের মতো রক্ষা করে। ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রয়াস জারি থাকে। ম্যানগ্রোভ গাছ কাটলে আমারই প্রতিবাদ করি। সুন্দরবনের সমস্ত ম্যানগ্রোভ গাছ আমাদের ভাই। সুন্দরবনের সমস্ত মেয়েরা দিদি। তাই ভাইফোঁটার দিনে গ্রামের মহিলারা গাছকে ভাই জ্ঞানে ফোঁটা দিয়েছেন।" 

Kultali Bhaiphota Mangroves Sundarban
Advertisment