New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/01/Zv3T7W88QGAAG2iL690o.jpg)
প্রতীকী ছবি।
Mathurapur News: নক্কারজনক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।
প্রতীকী ছবি।
Women raped and youth trying to kill her: ফের বাংলার বুকে নক্কারজনক ঘটনা। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে। ঘটনা ধামাচাপা দিতে বধুকে এলোপাথাড়ি অস্ত্রের কোপে খুনের চেষ্টা। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে তড়িঘড়ি গ্রেপ্তার করেছে পুলিশ। জিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে নির্যাতিতার পরিবার ও এলাকার বাসিন্দারা l
মহিলার স্বামীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে তার স্ত্রীকে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাদেরই পরিচিত এক যুবক l ধর্ষণের পর তার ওপর আক্রমণ করা হয় ছুরির কোপ বসিয়ে। গলায় গামছা জড়িয়ে মহিলাকে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ তার স্বামীর।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে এর পর উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে l মহিলার মাথায় ও ঘাড়ে এবং পায়ে চোট আছে হাসপাতাল সূত্রের খবর l
নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কঠোর শাস্তির দাবিতে সুর চড়িয়েছে নির্যাতিতার পরিবার। এলাকার অন্য বাসিন্দারাও অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবি তুলেছেন।