Advertisment

রাজ্যজুড়ে আর লকডাউন নয়, ঘোষণা মুখ্যসচিবের

তবে, কনটেনমেন্ট জোনে কঠোর লকডাউন বলবৎ থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের গোটা বাংলায় কঠোর লকডাউন জারি হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল।

রাজ্যজুড়ে আর ব্যাপক লকডাউন হবে না। স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। তবে, কনটেনমেন্ট জোনে কঠোর লকডাউন পালন করা হবে। বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী। শনিবারই দু'হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এই পরিস্থিতিতে করোনা রোধে ফের গোটা বাংলায় কঠোর লকডাউন জারি হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। তার প্রেক্ষিতেই মুখ্যসচিব নবান্নে পরিস্কার করে জানিয়ে দিয়েছেন সমগ্র বাংলায় আর লকডাউন জারি হবে না। এ রাজ্যের করোনা পরিস্থিতিতে আতঙ্কগ্রস্ত হওয়ার নেই বলেও জানিয়েছেন রাজীব সিনহা।

Advertisment

শনিবার নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন, 'রাজ্যজুড়ে আরেকবার কঠোর লকডাউন বলবৎ করার কোনও পরিকল্পনা সরকারের নেই। তবে, কনটেনমেন্ট জোনে লকডাউন জারি থাকবে।'

ন্যূনতম বিধি বজায় রেখে আবশ্যিক ও অত্যাবশ্যকীয় নয় এমন সব অর্থনৈতিক কর্মকাণ্ড গত মাস থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। সংক্রমণ বৃদ্ধির নিরিখে চিহ্নিত করা হয়েছে কনটেনমেন্ট জোন। সেখানে নির্দিষ্ট গাইডলাইন মানা হচ্ছে কিনা সেদিকে কড়া নজর রেখেছে রাজ্য প্রশাসন। মুখ্যসচিবের কথায়, 'রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর হার স্বাভাবিক। নমুনা পরীক্ষা বৃদ্ধির কারণে পজিটিভের সংখ্যাও বাড়ছে।' রাজ্যে আগে করোনায় মৃত্যুর হার বেশি থাকলেও বর্তমানে তা নিম্নমুখী। বাংলায় করোনায় মৃত্যু হার ২.৭ শতাংশ। জাতীয়স্তরে মৃত্যু হার ২.৫ শতাংশ।

হোম আইসোলেশনে যাঁরা রয়েছেন তাঁদের মতামত প্রদান ও পরামর্শের জন্য রাজ্য সরকার একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। হেল্পলাইন নম্বরটি হল- ১৮০০৩১৩৪৪৪২২২।

রাজ্যে কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে। আরও ৩৫ এলাকা এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে বাংলায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ৬৭৬। তবে, কলকাতায় কমটেনমেন্ট জোনের সংখ্যা ২৮ থেকে কমে হয়েছে ২৪।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

government of west bengal West Bengal corona Lockdown
Advertisment