Advertisment

কলেজে চলবে না ছেঁড়া-ফাটা জিন্স! ফরমান জারি খাস কলকাতায়

ছেঁড়া ফাটা জিন্সের মতো "অশালীন" পোশাক পরে কলেজে না আসার নিদান।

author-image
IE Bangla Web Desk
New Update
torn jeans, ripped jeans, college bans ripped jeans, torn jeans row, Acharya Jagadish Chandra Bose College, Kolkata college, Kolkata college students, Kolkata news, WEst Bengal news, India news, Indian express, Indian express India news, Indian express India

কলেজে চলবে না ‘ছেঁড়া ফাটা জিন্স, ফরমান জারি অধ্যক্ষের। এমন ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে খাস কলকাতায়। এবিষয়ে অধ্যক্ষের বক্তব্য , "আমরা চাই না আমাদের পড়ুয়ারা এমন পোশাক পরে ক্যাম্পাসে আসুক… ভর্তির আগে তাদের লিখিতভাবে জানাতে হবে যে তারা এই ধরনের পোশাক পরবে না।"

Advertisment

কতটা নৈতিক এহেন পদক্ষেপ তাই নিয়েই উঠেছে প্রশ্ন। আচার্য জগদীশ চন্দ্র বোস কলেকে স্নাতক স্তরে ভর্তির পড়ুয়াদের কর্তৃপক্ষকে জানাতে হচ্ছে যে তারা কলেজে ছেঁড়া ফাটা জিন্সের মতো "অশালীন" পোশাক পরে আসবে না। অভিভাবকদেরও সম্মতি নেওয়া হচ্ছে। কলেজের ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তিতে এই মর্মে এক নির্দেশও জারি করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ পূর্ণ চন্দ্র মাইতি বলেন, “গত বছর, আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য একই ধরনের নির্দেশ জারি করেছিলাম। কিন্তু এমন নোটিশের পরও কিছু পড়ুয়াকে ছেঁড়া ফাটা জিন্স পরে কলেজে আসতে দেখা গিয়েছে। আমরা চাই না আমাদের কলেজের পড়ুয়ারা এমন পোশাকে ক্যাম্পাসে আসুক। আমি কাউকে এমন অশালীন পোশাক পরে কলেজে আসতে দেব না। সেজন্য এই বছর যারা কলেজে ভর্তি হবে তাদের জন্য পরামর্শ জারি করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া ভর্তির আগে এ ধরনের পোশাক পরবেন না বলে লিখিতভাবে জানাতে হবে।”

এই ধরনের পরামর্শকে ব্যক্তিগত স্বাধীনতার লঙ্ঘন হিসাবে দেখা হবে কিনা সে সম্পর্কে মন্তব্য করতে চাইলে তিনি বলেন, "তাদের অবশ্যই কলেজের বাইরে সেই স্বাধীনতা থাকবে। ভিতরে পড়ুয়াদের কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তাদের কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত প্যারামিটার মেনে চলতে হবে।”

college
Advertisment