কেন এই বিক্ষোভ? বিজেপির মথুরাপুরের সাংগঠনিক জেলা সভাপতি করা হয়েছে নবেন্দু নস্করকে। দলের এই পদক্ষেপেই তুলকালাম অবস্থা। নব্যেন্দুকে সরানোর দাবি নিয়ে এ দিন সল্টলেকে বিজেপির সদর পার্টি অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন মথুরাপুরের বিজেপির নেতা, কর্মী, সমর্থকরা।
অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে কুলপি ব্লকে রামনগর গাজীপুর থেকে পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল নবেন্দু নস্কর। বিজেপি প্রার্থী অরুন নস্করকে হারানোর জন্য নব্যেন্দু নির্দেল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, নব্যেন্দু নস্করের সঙ্গে তৃণমূলের যোগ-সাজশ রয়েছে। এ হেন নেতাকেই আচমকা বিজেপি নেতৃত্ব মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি করেছেন। এরই প্রতিবাদে সল্টলেকে বিজেপি সদর পার্টি অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন দলের কর্মীরা। নব্যেন্দু দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ তাদের।
প্রতিবাদের মাত্রা বাড়াতে এ দিন নবেন্দু নস্করের কুশপুতুল দাহ করে বিজেপি কর্মী, সমর্থকরা। নেতৃত্বের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা। বর্তমানে ওই পার্টি অফিসে রয়েছেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। তবে এ প্রসঙ্গে মুখ খোলেননি তিনি।
শাসক তৃণমূলের মধ্যে কোন্দল নিয়ে প্রায়ই টিপ্পনি কাটে বিজেপি নেতারা। রাজ্যের প্রধান বিরোধী দলেও সেই ছায়া। যা নিয়ে পাল্টা তোপ দাগল তৃণমূল। টুইটারে লেখা হয়েছে, 'গুন্ডামি বিজেপির রক্তে! পঞ্চায়েত নির্বাচনের সময় সন্ত্রাসের রাজত্ব কায়েমের পর, বিজেপি আশ্রিত গুন্ডারা এখন অন্তর্দ্বন্দ্বের আশ্রয় নিয়েছে। জেলা সভাপতি নিয়োগ নিয়ে আজ সল্টলেকের বিজেপি দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীদের মধ্যে বচসা হয়। এটি একটি দলের অন্তসারশূন্য সংগঠনের প্রতিফলন?'