বিশ্বকাপ ফাইনালের মাত্র কয়েকঘন্টা বাকী। এমন অবস্থায় চরম উত্তেজনায় ফুটছে গোটা দেশ। বিশ্বকাপ ফাইনালের আগে কেজরিওয়াল, কংগ্রেস টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মাঠে নামছে ভারত। আগে, অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস টিমশুভেচ্ছা জানিয়েছে, তাদের পূর্ণ শক্তি প্রদর্শন করতে এবং সেরা পারফরম্যান্সের কাপ জয়ে উত্সাহিত করেছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ শুরুর আর বাকি মাত্র কয়েকটা ঘন্টা। এক্স-এ আম আদমি পার্টি (এএপি) আহ্বায়ক লিখেছেন, "বিশ্বকাপের ফাইনালের জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা।" তিনি যোগ করেছেন, পূর্ণ শক্তি প্রর্দশনে সেরার সেরা পারফরম্যান্সে জয়ের ধারা বজায় রেখে ইতিহাস তৈরি করুন। সমগ্র দেশ আজ আপনার পাশে,"।
কোথাও পুজোপাঠ, কোথাও নমাজ, টিম ইন্ডিয়ার কাপ জয়ের প্রার্থনা করছে গোটা দেশ। রবিবার ক্রিকেট মহারণ। দেশ জুড়ে চড়ছে উত্তেজনার পারদ। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে, সারা দেশ মেতে উঠেছে টিম ইন্ডিয়ার জয়ের প্রার্থনায়। কোথাও নামাজ আবার কোথাও চলছে বিশেষ পুজাপাঠ। প্রার্থনা একটাই, টিম ইন্ডিয়ার মুখে চওড়া হাসি।
ক্রিকেটের প্রতি সাধারণ মানুষের আবেগ সকলেরই জানান। পাঁচবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেগা লড়াইয়ের আগে ভারতের কাপ জয়ের জন্য প্রার্থনা, শুভেচ্ছার পর্ব শুরু হয়েছে। এই সংক্রান্ত ভিডিও ও ছবিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পুরো বিশ্বকাপ জুড়ে রোহিত ব্রিগেডের দুর্দান্ত পারফরম্যান্স দেখে ক্রিকেটপ্রেমীরা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তবুও কাপ জয়ের প্রার্থনা চলেছে রাজ্যে রাজ্যে।রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে মথুরার বৃন্দাবনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এই সময় ক্রিকেটপ্রেমীরা অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির ছবি নিয়ে চলে বিশেষ যজ্ঞ।
রবিবার (১৯ নভেম্বর) বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। গোটা দেশের নজর এই ম্যাচের দিকে। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ বছরের পুরনো হারের প্রতিশোধ নিয়ে ভারত তাদের তৃতীয় বিশ্বকাপ জয়ের শিরোপা জিতবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন স্টেডিয়ামে হাজির থেকে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটাবেন খোদ মোদী।