Advertisment

বৃদ্ধার চোখের মণিতে জ্যান্ত কৃমি! সেবা কেন্দ্রে হইহইকাণ্ড

অবাক করা ঘটনা

author-image
IE Bangla Web Desk
New Update
MALDA OLD LADY

চোখের মণিতে জ্যান্ত কৃমি

এক বৃদ্ধার ডান চোখের মণিতে নড়াচড়া করছে আস্ত একটা কৃমি। ডাক্তারি পরীক্ষায় বিষয়টি ধরা পড়তেই চক্ষু চড়কগাছ কর্তব্যরত চিকিৎসকদের। অবশেষে সাফল্যের সঙ্গে অস্ত্রোপচার করে চোখের মণি থেকে কৃমি বের করল মালদা শহরের সর্বমঙ্গলাপল্লী এলাকায় একটি চক্ষু সেবা কেন্দ্র। বৃদ্ধা তোখের মণিতে প্রায় ৫ মিলিমিটার লম্বা জ্যান্ত কৃমি ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, আগে মাঝেমধ্যে এমন ঘটনা দেখা গেলেও বর্তমানে তা দুর্লভ। কৃমির জন্য চোখ নষ্ট তো বটেই, ব্রেনে পৌঁছে গেলে মৃত্যুর আশঙ্কাও ছিল।

Advertisment

অস্ত্রোপচারের পর ভাল আছেন ওই মহিলা। তবে এই ঘটনায় অবাক হয়েছেন পরিবারের লোকেরা। চিকিৎসকদের মতে খালি পায়ে হাঁটলে নাকি অনেক সময় রক্তের মাধ্যমে ডিম্বানু বা কৃমি মানুষের শরীরে প্রবেশ করতে পারে। শরীরে আরও কোথাও কৃমি বা ডিম্বাণু রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা: ধুর্জটি রায়, ডা: রাশি রায় ও ডা: সাগ্নিক দাস বৃদ্ধার চোখে অস্ত্রোপচার করে ওই বৃদ্ধার চোখের মণি থেকে বের করেন আস্ত কৃমিটি। মালদা জেলার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ এলাকায় বাড়ি পঞ্চাশোর্ধ ওই মহিলা আকলামা বেওয়ার।

আরও পড়ুন- এ যেন গোদের উপর বিষফোঁড়া! সাগরদিঘিতে ‘আম-ছালা’ সবই গেল তৃণমূলের!

সোমবার তার চোখে ব্যথা অনুভব করেন ওই মহিলা। এরপর চিকিৎসকের দ্বারস্থ হলে পরীক্ষা করে দেখা যায় তার ডান চোখের রয়েছে আস্ত একটি কৃমি রয়েছে। বুধবার রাতে অস্ত্রোপচার করে বের করা হয় কৃমিটিকে। এই ঘটনায় কতর্ব্যরত চিকিৎসক এবং ওই চিকিৎসা সেবা কেন্দ্রের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন অসুস্থ বৃদ্ধার পরিবার।

WOMEN Maldah old lady
Advertisment