/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_bc8ee1.jpg)
Bengal bjp leader: বিজেপি যুবনেতার জঙ্গিযোগ! বাগদা থেকে আটক করা হল বঙ্গ বিজেপির এক যুব নেতাকে। জানা গিয়েছে ধৃতের নাম বিক্রম রায়। পেশায় টোটো চালক। জানা গিয়েছে, ওই যুবক বাগদার যুব বিজেপির সাধারণ সম্পাদক।
বঙ্গ বিজেপির যুব নেতার বিরুদ্ধেই এবার জঙ্গিযোগের অভিযোগ। উত্তর প্রদেশ পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের হাতে ধৃত পেশায় টোটোচালক বিক্রম রায়। পুলিশ সূত্রে খবর, মানব পাচার সহ একাধিক নাশকতামূলক কাজকর্মে ওই যুবকের নাম জড়িয়েছে। এদিন তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ এটিএস (ATS) ট্রানজিট রিমান্ডে তাকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার জন্য এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে ৪১৯,৪২০, ৪৬৭, ৪৭১, ৩৭০, ১২০ বি ধারায় মামলা রুজু করা হয়েছে।
সোমবার সকালে বাগদা ব্লকের আসারু গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুলিয়া থেকে ওই যুবককে গ্রেফতার করে লখনউ এটিএস। সঙ্গে ছিল বাগদা থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "যুবকের গ্রেফতারির খবর পেয়েছি। ও পেশায় একজন টোটো চালক। উত্তর প্রদেশের পুলিশের বক্তব্য ওর টোটোতে করে এক বাংলাদেশি দু’এক বার যাতায়াত করেছে। ওই যাত্রীর সঙ্গে ওর পরিচয় হয়েছে। মোবাইলে বেশ কয়েকবার কথাও হয়েছে। সেই সূত্র ধরেই অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের সদস্যরা তাকে গ্রেফতার করে। ওর বিরুদ্ধে যদি কোনরকমের অপরাধমূলক কাজে জড়িত থাকার প্রমাণ মেনে তাহলে দল যথাযথ পদক্ষেপ করবে"।
আরও পড়ুন : < Bengal BJP: মহিলা হয়েও মুখ্যমন্ত্রী চুপ কেন? মাথাভাঙা-চোপড়া কাণ্ডে সরব বিজেপি, ধরনায় অগ্নিমিত্রা-চন্দনারা >
বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "বিজেপি এভাবে সীমানা পার করিয়ে কত রহিঙ্গাকে অবৈধভাবে দেশে ঢুকিয়েছে। তাদের আইকার্ড, আধার কার্ড করে দিয়েছে। দেশবিরোধী কাজের জন্য ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ"।