/indian-express-bangla/media/media_files/2025/04/02/N41muMfMqruzWwPAau8D.jpg)
তাক লাগানো সারপ্রাইজে চমকে প্রেমিকা, চলন্ত খাট নিয়ে হাজির বাংলার 'নবাব', দেখুন ভিডিও
Trending News: ভিড় রাস্তায় ছুটে চলেছে প্রমাণ সাইজ়ের খাট। সঙ্গে লাগানো রয়েছে স্টেয়ারিং, লুকিং গ্লাস। এক ঝটকায় দেখে চোখ কপালে উঠতে বাধ্য। আর প্রেমিকাকে চমকে দিতে এমনই এক অভিনব খাট বানিয়ে তাক লাগালেন মুর্শিদাবাদের এই যুবক। আর তার জেরে দিনভর যানযটে হিমশিম খেতে হল পুলিশকর্মীদের। রাস্তার বেরিয়ে এমন অনন্য দৃশ্যকে ফ্রেমবন্দী করতে উপচে পড়ল মানুষের ঢল।
সোশ্যাল মিডিয়ার যুগে রাতারাতি খ্যাতি পাওয়ার জন্য মানুষ কত কী'ই না করে থাকেন! এবার প্রেমিকার আবদার রাখতে আস্ত চলমান খাট বানিয়ে তাক লাগালেন মুর্শিদাবাদের এক যুবক। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে যুবকের কারিগরি দক্ষতাকে কুর্নিশ জানিয়েছেন নেটদুনিয়ার একটা বড় অংশের মানুষ।
প্রেমিকার সঙ্গে মাস কয়েক আগে নদীর ধারে হাতে হাত রেখে বসেছিলেন নবাব শেখ। সেই সময় ওই মনোরম পরিবেশে আফসোসের সুরে প্রেমিকা বলেছিলেন, একটা খাট থাকলে, আরামে ঘুমানো যেত। সেই কথাই জীবনের মানে বদলে দেয়। শুরু হয় নয়া চিন্তা।
ভাইকে এক্ষুনি নোবেলের জন্য মনোনীত করা হোক🤣🤣
Posted by Ramu Dutta on Tuesday, April 1, 2025
এরপরই নিজস্ব প্রচেষ্টায় বানিয়ে ফেলেন আস্ত খাট। যাতে সব কিছুই রয়েছে তোশক, বালিশ, চাদর, বিছানা। সঙ্গে রয়েছে স্টেয়ারিং, লুকিং গ্লাস, চাকা। তবে এই খাট ঘরে নয়, রাস্তায় ছুটে বেড়ায়। আর এই খাট বানিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছেন মুর্শিদাবাদের এই যুবক। ছুটে চলা খাটের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকে তাতে কমেন্ট করে প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে যুবকের এমন সৃজনশীলতাকে কুর্নিশ জানিয়েছে সাত থেকে সাতাশি সকলেই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us