Hooghly lynching: বউবাজার-সল্টলেকের পর এবার হুগলির পাণ্ডুয়া। ফের গণপিটুনির জেরে মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে মৃত যুবকের নাম আশীষ বাউল দাস। বারে বারে গণপিটুনির ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় এলাকায় মেলা দেখে ফেরার পথে পান্ডুয়ার দ্বারবাসিনী এলাকায় স্থানীয় কয়েকজনের সঙ্গে বচসা হয় ওই যুবকের। তারা ওই যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় রক্তবমি। তাকে প্রথমে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় যুবককে নিয়ে আসা হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। এর পর সেখানে আইসিইউ না মেলায় গুরুতর আহত ওই যুবককে কল্যাণীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে থেকে কলকাতা যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের।
আরও পড়ুন : < Shatabdi Express: রোমাঞ্চের সঙ্গে উপভোগ করুন পাহাড়ের সৌন্দর্য্য! পুজোর আগে যাত্রী স্বাচ্ছন্দ্যে বিরাট ভাবনা রেলের >
এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিবারে অভিযোগের ভিত্তিতে ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় পাণ্ডুয়া থানা। ইতিমধ্যে পুলিশ গণপিটুনির ঘটনায় ২ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, পূর্বের রাগ বশত আশীষ বাউল দাস নামের ওই যুবককে মারধর করেন অভিযুক্তরা। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তল্লাশিতে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ।