Advertisment

Tarkeswar Lynching: রাজ্যে ফের গণপিটুনি! হুগলির তারকেশ্বরে মৃত্যু যুবকের, হুঁশ ফিরবে কবে?

বউবাজার-সল্টলেক-পান্ডুয়া-ঝাড়গ্রামের পর ফের চোর সন্দেহে বাড়ি থেকে তুলে 'পিটিয়ে মারার' অভিযোগ। এবার ঘটনাস্থল হুগলির তারকেশ্বর।

author-image
IE Bangla Web Desk
New Update
"Mob Lynching, Tarakeswar, Hoogly, Crime News ,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali"

বউবাজার-সল্টলেক-পান্ডুয়া-ঝাড়গ্রামের পর ফের চোর সন্দেহে বাড়ি থেকে তুলে 'পিটিয়ে মারার' অভিযোগ। এবার ঘটনাস্থল হুগলির তারকেশ্বর।

Tarkeswar Lynching: রাজ্যে ফের গণপিটুনি! কিছুতেই হুঁশ ফিরছে না মানুষের। এবার গণপিটুনির বলি বছর ২৩-র যুবক। হুগলির তারকেশ্বরে গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গণপিটুনির ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisment

বউবাজার-সল্টলেক-পান্ডুয়া-ঝাড়গ্রামের পর ফের চোর সন্দেহে বাড়ি থেকে তুলে 'পিটিয়ে মারার' অভিযোগ। এবার ঘটনাস্থল হুগলির তারকেশ্বর। মৃত যুবকের নাম বিশ্বজিৎ মান্না। বয়স ২৩ বছর। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকায়। এক্ষেত্রে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে যুবকেরই দূরসম্পর্কের আত্মীয়দের বিরুদ্ধে।

জানা গিয়েছে, দুর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ি থেকে খোয়া যায় ৫০ হাজার টাকা। সেই টাকা চুরির অভিযোগে গতকাল রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বিশ্বজিৎকে। তারকেশ্বর থানার পুলিশ খবর পেয়ে যুবককে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : < JP Nadda On Chopra lynching: ‘দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়’, চোপড়া কাণ্ডে মমতাকে নিশানা নাড্ডার >

মৃত যুবকের মায়ের অভিযোগ, চোর সন্দেহে ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। ছেলে চুরি করেনি বলে, বারবার জানানোর পরেই মারধর থামেনি। এরপর ছেলে অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ছেলে মৃত বলে ঘোষণা করেন'।

Mob Lynching Tarakeswar
Advertisment