Advertisment

বিশ্বকাপে হার ভারতের, হতাশায় যুবক যে এমন কাণ্ড ঘটাবেন তা ভাবেননি কেউই!

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
young man commits suicide after Indias defeat in the World Cup final

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

নাকের ডগা থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ১২ বছর পর ক্রিকেটে জগৎশ্রেষ্ঠ হওয়ার অভূতপূর্ব সুযোগ ছিল ঘরের মাঠেই। তবে অজিদের কাছে বিরাট হার হয় রোহিতবাহিনীর। বিশ্বকাপ ফাইনালে রোহিত, কোহলি, শামিদের এমন হারে মনমরা গোটা ভারত। তবে ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার এমন হার মন থেকে মেনে নিতে পারেননি বাঁকুড়ার বেলিয়াতোড়ের এক যুবক। ম্যাচ শেষের পর বাড়ি ফিরে যা কাণ্ড ঘটালেন তিনি তা এখন জোর চর্চায়।

Advertisment

কী ঘটেছিল গতরাতে?

রবিবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। রবিবার বাড়ির কাছেই একটি মাঠে প্রোজেক্টর লাগিয়ে সেই খেলা দেখছিল রাহুল লোহার ও তাঁর বন্ধুরা। হাইভোল্টেজ সেই ম্যাচ ঘিরে গতকাল সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। তবে সব শেষে স্বপ্নভঙ্গ হয় গোটা দেশের। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। দেশের এমন বিপর্যয়ে মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েন রাহুল লোহার নামে বেলিয়াতোড়ের ওই যুবক।

বাড়ি ফিরে আসার পরেও মনমরা ছিলেন তিনি। পরে রাতে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর পরিবারে লোকজন তাঁকে নিয়ে হাসপাতালে যায়। চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। বাড়ির ছেলের এমন মর্মান্তিক পরিণতিতে বাকরুদ্ধ গোটা পরিবার। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরও পড়ুন- অবসর নিতেই বাড়ি ধাওয়া পুলিশের, বেজায় ‘প্যাঁচে’ বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

এদিকে, পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিশ্বকাপে ভারতের হারে মানসিকভাবে ভেঙে পড়েই ওই যুবক এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Australia West Bengal Indian Cricket Team Bankura
Advertisment