Advertisment

যুবককে কুপিয়ে খুনে আজও থমথমে ইসলামপুর, ব্যবসা বনধ

তোলাবাজির নামে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ইসলামপুরে।

author-image
IE Bangla Web Desk
New Update
young man killing at north dinajpur islampur bjp calls for business shutdown

যুবক খুনের প্রতিবাদে ইসলামপুরে ব্যবসা বনধ।

তোলাবাজির নামে যুবককে কুপিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে আজও থমথমে উত্তর দিনাজপুরের ইসলামপুর। নিহত যুবক অসীম সাহা তাঁদের যুব মোর্চার শহর মণ্ডলের সম্পাদক বলে দাবি বিজেপির। প্রতিবাদে আজ গোটা ইসলামপুরে বিজেপির ডাকে ব্যবসা বনধ। এদিকে, পুলিশ তদন্তে নামলেও এখনও পর্যন্ত অধরা দুষ্কৃতীরা।

Advertisment

ফের খুন বিজেপি কর্মী। এবার অবশ্য তোলাবাজির অভিযোগে খুন উত্তর দিনাজপুরেরই ইসলামপুরে। জানা গিয়েছে, নিহত যুবকের নাম অসীম সাহা। মামা রতন সাহার দোকানে কাজ করতেন তিনি। অভিযোগ, ওই দোকানেরই এক পুরনো কর্মচারী তৌফিক তাঁর বেতন বকেয়া আছে বলে দাবি করে। বেতনের টাকা অসীমের কাছে চেয়ে চাপ দেয় তৌফিক। তৌফিকের সঙ্গে জুটে যায় তার এক বন্ধুও। অভিযোগ, এরপর দু'জন মিলে অসীমের কাছে টাকা দাবি করে চাপ দেয়।

আরও পড়ুন- কাল থেকেই আবহাওয়ায় বিশাল বদল! এক সপ্তাহেই মিটে যাবে বৃষ্টি-ঘাটতি?

শনিবার এই দাবিতে আচমকা ওই দোকানে হামলা চালায় তৌফিকের সেই বন্ধু। বাধা দেওয়ায় অসীম সাহা নামে ওই যুবক ও তার এক বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিস্থিতির অবনতি হলে রাতেই শিলিগুড়ির হাসপাতালে মৃত্যু হয় অসীম সাহা নামে বছর সাতাশের ওই যুবকের।

এদিকে, নিহত অসীম বিজেপির শহর মণ্ডলের সম্পাদক বলে দাবি গেরুয়া দলের। এই খুনের প্রতিবাদে রবিবার ইসলামপুরে ব্যবসা বনধের ডাক দেয় বিজেপি। সকাল থেকে এদিন বন্ধ বাজার, দোকান। রাস্তায় গাড়ি চলাচলের সংখ্যাও বেশ কম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন পুলিশও।

Islampur West Bengal North Dinajpur Murder
Advertisment