scorecardresearch

ট্রেনের ছাদে উঠে সেলফি! আজব নেশায় হাড়হিম পরিণতি যুবকের

দাঁড়িয়ে থাকা মালগাড়ির ছাদে উঠে সেলফি তোলায় মত্ত ছিল ওই যুবক।

Train Selfie

আজব নেশায় জীবনটাই চলে যাওয়ার জোগাড় তরতাজা যুবকের! মালগাড়ির উপরে উঠে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বছর উনিশের যুবক। গোটা শরীরটাই প্রায় ঝলসে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজগ্রাম স্টেশনে।

মারণ নেশা! বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে বীরভূমের রাজগ্রাম স্টেশনে এদিন একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। সেলফি তুলতে দাঁড়িয়ে থাকা ওই মালগাড়ির ছাদে চেপে বসেছিলেন যুবক। মালগাড়ির ছাদে দাঁড়িয়ে বন্ধুকে দেখিয়ে দেখিয়ে সেলফি তোলায় মত্ত ছিলেন বছর উনিশের টুয়েল খান। মুহূর্তের অসতর্কতায় তাঁর হাত গিয়ে লাগে বিদ্যুতের তারে। হাত বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই ঘটে বিপত্তি। ঝলসে যায় টুয়েল। এক ঝটকায় মালগাড়ির ছাদ থেকে নীচে পড়ে যায় সে।

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মুরারই গ্রামীণ হাসপাতাল ও পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় যুবককে। জখম যুবকের বাড়ি বীরভূমের রাজগ্রামেই। মঙ্গলবার দুপুরে রাজগ্রাম রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল মালগাড়িটি। হঠাৎই ওই মালগাড়ির উপরে উঠে দাঁড়িয়ে সেলফি তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পড়ে যায় যুবক। এদিকে, এই ঘটনা টের পেতেই আশেপাশের মানুষজন ছুটে আসেন। তাঁরাই জখম যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন।

আরও পড়ুন- বল ভেবে ছুঁড়তেই বিকট শব্দে বিস্ফোরণ, বোমা ফেটে গুরুতর জখম ২ শিশু

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে। জখম যুবকের বন্ধু সাম্বু শেখ জানায়, তারা দুপুরে স্টেশনে বেড়াতে গিয়েছিল। আচমকা টুয়েল মালগাড়ির উপরে উঠে সেলফি তুলতে শুরু করে। বিদ্যুতের তারে তার হাত ঠেকে যায়। ফুলকি দিয়ে আগুন বেরোয়।

মালগাড়ি থেকে নীচে পড়ে যায় টুয়েল। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক ভর্তি রয়েছেন রাপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁর শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন চিকিৎসকরাও। তাঁরাও যুবককে সংকটমুক্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Young man was electrocuted while taking a selfie on the roof of a freight train