Advertisment

রেজিস্ট্রি ম্যারেজ সেরেও তরুণীকে 'ধোঁকা'! প্রেমিককে শবক শেখাতে কী ঘটালেন তরুণী?

কলেজ পড়ুয়া প্রেমিকার আজব-কাণ্ডে জোর চর্চা।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
young woman dharna at lover's house demanding marriage

প্রেমিকের বাড়িতে হাজির সেই তরুণী।

দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক। এমনকী প্রেমিকার দাবি, প্রেমিকের সঙ্গে গোপনে রেজিস্ট্রিও হয়ে গিয়েছে। কিন্তু এখন বিয়ে করতে অস্বীকার করছে সেই প্রেমিক। অবশেষে স্ত্রীর মর্যাদা দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসলো কলেজ পড়ুয়া প্রেমিকা। এই ঘটনাকে ঘিরে জোর চর্চা ছড়িয়েছে মালদহের মানিকচকের লালবাথানি বসাকপাড়া এলাকায়।

Advertisment

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম সমর বসাক। তাঁর বাড়ি দক্ষিন লালবাথানী এলাকায়। স্কুল জীবন থেকে প্রেমের সম্পর্ক বলে দাবি করেছে ওই কলেজ পড়ুয়া যুবতী । মানিকচক কলেজে পড়ার সুত্রে সেই সম্পর্ক আরও গভীর হয়। যা শাররীক সম্পর্ক পর্যন্ত গড়ায় বলেও তাাঁর দাবি। এরপর এই নিয়ে দুই পরিবারের মধ্যে জানাজানি হয়। এই ঘটনা সামনে আসতেই মেয়েকে বাড়ি থেকে বের করে দেয় পরিবার। এরপর বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে ধরনায় বসে প্রেমিকা। 

আরও পড়ুন- অঞ্চল সভাপতির মূল্য ১০ লক্ষ, সুকান্ত মজুমদারের টুইটবাণ, ব্যাখা তৃণমূল জেলা সভাপতির

কলেজ পড়ুয়া প্রেমিকা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে  সমর বসাকের সাথে তাঁর সম্পর্ক। তাকে বিয়ে করেছে সমর বসাক এবং তাঁদের শারীরিক সম্পর্কও হয়েছে। অভিযুক্ত সমর বসাকের রেজিষ্ট্রি হয়ে গিয়েছে।

এদিকে ওই কলেজ পড়ুয়া ছাত্রীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে প্রেমিকের পরিবার। প্রেমিকের মা রিংকু বসাক জানিয়েছেন, তারা কিছুই  জানেন না এবিষয়ে। ইতিমধ্যে ছেলের বিয়ে দেওয়া হয়েছে বলেও জানান প্রেমিকের মা রিংকু বসাক। গোটা বিষয়টি সাজানো বলে দাবি করেন তিনি। এদিকে পুরো ঘটনাটির কথা জানতে পেরে এলাকায় তদন্তে যায় মানিকচক থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখারও কথা জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা।

Maldah bride at dharna West Bengal
Advertisment